|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 শূন্যতার প্রাপ্তি
শূন্যতার প্রাপ্তি
	মানব মনের অনাবিষ্কৃত কল্পজগৎ। অনাস্বাদিত। রহস্যময়ী। ভাষার তেলরঙে তা হোক বাঙ্ময়। প্রকাশিত।
সেই যে কবে মনে প্রানে ভালোবেসেছিলাম 
মনে নেই ঠিক তেমন
আবছা ধোয়াটে তোমার স্মৃতি খানি
শীতের সকালের কুয়াশা যেমন
গ্রীষ্মের রাতে দুজনার মাঝে দুরত্ব বাড়ায় যতো টা
সেতো আমারই পাবার কথা ছিলো
দুরত্ব কি সবাইকে মানায়, আমি হারিয়েছি আজ ততোটা
তা এ শীতে তোমারেই বেছে নিলো
ভালো নেই মন, ভালো নেই শরীর
হয়না আর আগের মতো পরিপুর্ণ ঘুম
তুমি হীনা ভালো নেই, সত্যিই নেই ভালো আমি
হারিয়েছি কপোলে পাওয়া তোমার গভীর চুম
চোখ যদিও মানে তবু মন যে ব্যাকুল রয়
হৃদয় মাঝে তোমারই ছবি আঁকা 
সবই আমার বিফল জীবন জানি
শরীর যে আজ মনের চেয়েও ফাকাঁ।
 ০ টি
    	০ টি    	 +০/-০
    	+০/-০©somewhere in net ltd.