|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 শূন্যতার প্রাপ্তি
শূন্যতার প্রাপ্তি
	মানব মনের অনাবিষ্কৃত কল্পজগৎ। অনাস্বাদিত। রহস্যময়ী। ভাষার তেলরঙে তা হোক বাঙ্ময়। প্রকাশিত।
ভোরের শিশিরে নাকি রাতের ছোঁয়া, 
দুর! আমি তো তোমারই স্পর্শ মাখি। 
সুর্যের আলোতে নাকি সাতরঙ আঁকা, 
আমি তো তোমারই রামধনু দেখি।
দুপুরের রোদ জুড়ে আকাঙ্ক্ষিত অলসতা,
আমি কেন তবে তোমার মেদুরতা আঁকি? 
সব রঙ নিভে যাওয়া সন্ধ্যা, 
কোন্ রঙে জ্বলে তবে তোমার হরিণ আঁখি? 
ঘন আঁধার মাখা রাত রাতজাগা, 
শ্বাসে কেন তবে তোমার উপস্থিতি? 
খুঁজে দেখি, আলুথালু ভালোবাসা 
আমার হৃদয়ে, ঝরে অবিরাম বৃষ্টি।
 ০ টি
    	০ টি    	 +০/-০
    	+০/-০©somewhere in net ltd.