|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 শূন্যতার প্রাপ্তি
শূন্যতার প্রাপ্তি
	মানব মনের অনাবিষ্কৃত কল্পজগৎ। অনাস্বাদিত। রহস্যময়ী। ভাষার তেলরঙে তা হোক বাঙ্ময়। প্রকাশিত।
সামান্য দু কদম, প্রাণখোলা বাতাস,
কিছু টুকরো মুহুর্ত, ভরপুর সুবাস, 
তার বেশী কিছু তো নয় চাহিদার খাঁই 
রুটির ভগ্নাবশেষেই খুঁজি জীবনের পৌষমাস।
চাতক অনেক অভিজাত, তুলনাহীন 
আমার অন্ধকার ওতপ্রোত রাত্রিদিন,
ক্ষুধার্ত সারমেয়র টুকরোর যাচনা 
আমাকে ধার দেয় আলো রঙীন।
শবরীর প্রতিক্ষা মহান, নাগাল এড়ায় 
কর্কট রোগীর মৃত্যুপ্রতীক্ষা আমাকে জড়ায়,
শুধু কিছু সুধাঢালা ক্ষণিক আনন্দ, 
আমাকে অস্থির করে আবেশে ভাসায়।
 ০ টি
    	০ টি    	 +০/-০
    	+০/-০©somewhere in net ltd.