|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 শূন্যতার প্রাপ্তি
শূন্যতার প্রাপ্তি
	মানব মনের অনাবিষ্কৃত কল্পজগৎ। অনাস্বাদিত। রহস্যময়ী। ভাষার তেলরঙে তা হোক বাঙ্ময়। প্রকাশিত।
তোমাকে স্পর্শ করেছি ভেবে 
চড়ি অহংকারের সোপানে,
নাগালের মিথ্যা বোধে 
সর্বসান্ত করি নিজেকে।
ছোঁয়াছুঁয়ির খেলার নেশায় 
শরীর অল্পেতেই নাগলের সীমানায়,
হৃদয় ছোঁয়ার প্রবল আকাঙ্খায় 
বার বার খাবি খাই ব্যর্থতায়।
পাগল দোলা শরীর জুড়ে 
সোঁদাগন্ধ তোমার মাঝে 
মাটিতে মুখ ডুবিয়ে সে যে 
মনের গভীরে সুর বাজে।
বলি দিতে পারি ঘ্রাণেন্দ্রিয়-
শরীরের হাতছানিও নির্দ্বিধায়,
শুধু আমার হৃদয় জোছনায়-
তোমার হৃদয় স্পর্শের স্পর্ধায়।
 ০ টি
    	০ টি    	 +০/-০
    	+০/-০©somewhere in net ltd.