|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 শূন্যতার প্রাপ্তি
শূন্যতার প্রাপ্তি
	মানব মনের অনাবিষ্কৃত কল্পজগৎ। অনাস্বাদিত। রহস্যময়ী। ভাষার তেলরঙে তা হোক বাঙ্ময়। প্রকাশিত।
কি এমন তুমুল প্রয়োজন ছিল তোর,
জন্মেই তুই সাঁতার দিলি সুনীল কষ্টের বিষাক্ত লোবানে ?
কুয়াশার মাঠে ফেলে রেখে জলছবি জীবনের, 
কেন তোর উদাসী উড়াল নষ্ট বাতাসে? 
আজ তুই ই বল্ এই নোনতা জলের কাছে 
কি এমন প্রয়োজন ছিল তোর? 
সন্ধ্যার আবডালে পাখিরাও কথা কয়,
ঘরে ফেরে, মুখস্থ করে আলুথালু সুখের জটিল সংজ্ঞা। 
তুই কেন খুঁড়তে যাস থৈ থৈ যমুনা তখন?
চোখের নুনে কেন তোর শুধু শুধু উলঙ্গ সাঁতার? 
গেয়ে গেয়ে পতনের গান, 
ফেরাতে পারে নি কেউ এইভাবে ভালোবাসা। 
তবু তোর এলোমেলো ঘোরাঘুরি শ্রাবণের মেলায়।
 ভুলে গিয়ে এই সব বার মাস তোর লেগে থাকে চৈত্রের খরা। 
ফিরে দেখ্, সুরক্ষিত বাসরে কেমন ঢুকে যায় কষ্টের কালসাপ। 
বেহুলার যত্নেও খুঁত থেকে যায়।
একে একে বদলায় তার পুরোনো ঠিকানা, পুরোনো আবাস। 
একলা ভাসে লখীন্দর, জীবনের ক্ষয়িষ্ণু খেলায়। 
ভালোবেসে নয়, রমন পিয়াসে যে বাজায় ডুগডুগি, 
তোর আন্ধার আঙিনায়।
সে তো জানে না, কতটুকু ভালোবেসে, ঘুরে ঘুরে, 
এই তোর খ্যামটা নাচন।
খেয়ালী হাওয়ায় নিভে যায় মন্দিরের একমাত্র পিদিম। 
আঁধারিয়া তোড়ে দেবী ভেসে যায়। 
নারী নামে তার শুরু হয় নতুন গেরস্থালি। 
তবে আর কেন জন্মগত পথের কাঙাল? 
এইবার বল্ তুই। 
এই নোনতা জলের সাথে, গলা ছেড়ে
 -- 'আমি নই, আমি নই, 
বাঁধিয়াছে যারে মুক্ত বাঁধনে, 
তার তরে করিয়াছি উজাড়, 
এই সংসার, আর কষ্ট-বিলাস। 
নারী তুমি সুখী হও, 
পুর্ণ হও নশ্বর নারী নামে। 
একা একা আমি এইভাবে 
গড়ে যাব অনন্তকাল,--- অনন্তকাল।
 কারুকার্য নয়, কষ্ট-বিলাস।'
 ০ টি
    	০ টি    	 +০/-০
    	+০/-০©somewhere in net ltd.