![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানব মনের অনাবিষ্কৃত কল্পজগৎ। অনাস্বাদিত। রহস্যময়ী। ভাষার তেলরঙে তা হোক বাঙ্ময়। প্রকাশিত।
তালকানা নৌকা, কুল অকুল
পালছেঁড়া জীবনে ভাঙা মাস্তুল,
সাঁতরায় মজা নদী বেভুল দিশায়
জীবন যেন কিছু স্তব্ধ ভুল।
ভুলগুলো বেছে নিয়ে সফেদ খাতায়
নিষ্প্রাণ দিন কাটে শুন্য পাতায়
অনুভব সে এক রক্তঝরার
জ্যান্ত লাশের শুধু কবর খোঁড়ায়।
হঠাৎ কখন যেন একপশলা
তেড়েফুঁড়ে ঝেঁপে এল ঘন বরষা
রিমঝিম বৃষ্টির মন মাপিনি
আলেয়ায় ভিজলাম আমি একেলা।
তারপর একদিন সবুজ রোদে
যন্ত্রণার তিতকুটে নীল অভিঘাতে
বৃষ্টির মরীচিকা আমায় পোড়ায়
ভুলের অস্তিত্বে নিঃস্ব হয়ে।
হালভাঙা জীবন আবার গড়ায়
খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে ফণিমনসায়
আমি শুধু ভেসে চলি শুন্য আশায়
নিজেকে নিঝুম করে একা অবেলায়।
২| ২৬ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৫৭
শূন্যতার প্রাপ্তি বলেছেন: ধন্যবাদ শাহরিয়ার কবির
©somewhere in net ltd.
১|
২৬ শে অক্টোবর, ২০১৬ ভোর ৪:২২
শাহরিয়ার কবীর বলেছেন: দারুণ লিখেছেন! লিখতে থাকুন!
শুভ ব্লগিং