![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানব মনের অনাবিষ্কৃত কল্পজগৎ। অনাস্বাদিত। রহস্যময়ী। ভাষার তেলরঙে তা হোক বাঙ্ময়। প্রকাশিত।
প্রাণহীন প্রাণের অভিলাষে,
মরা গাছে ফুলের অভিপ্রায়ে
নিঃসঙ্গ এক মোমশিখা
নিজেকে আমরণ দহনে
অনায়াসে নিঃশেষ করে
আলেয়ার মায়ায় ভুলে
মরুভুমি প্রান্তরে একা
মরীচিকায় স্তব্ধ হয়ে।
যন্ত্রণার স্রোত তরঙ্গ
ইথারে বাহিত বোধ
শুন্যতা পেঁচিয়ে ধরে
জিওমেট্রিক প্রগ্রেসের গুনিতকে
মুহুর্তে আচ্ছন্ন করে
আমার সকল স্তরে
নিরুপায় ইচ্ছার বিরুদ্ধে
একা থেকে আরো একা হয়ে।
©somewhere in net ltd.