|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 শূন্যতার প্রাপ্তি
শূন্যতার প্রাপ্তি
	মানব মনের অনাবিষ্কৃত কল্পজগৎ। অনাস্বাদিত। রহস্যময়ী। ভাষার তেলরঙে তা হোক বাঙ্ময়। প্রকাশিত।
এক ফোঁটা শব্দ
কি অবলীলায় ফোটাতে পারে পদ্ম,
অশান্ত ঢেউ জলে শাপলা-শালুক 
প্যানপেনে গদ্যের বাগানে সুখ।
শব্দের ঝিরঝিরে বৃষ্টি 
উথাল-পাথালী মনে শুভদৃষ্টি
আঁধার ছাড়িয়ে নামা জোছনা 
শরীর ছাড়ানো ভেজা সৃষ্টি।
ঝরঝর বর্ষণে শব্দের 
সোনালী সকালে সেই শিশিরের 
শান্ত ডানার চিল নীল আকাশে 
ডানা মেলে পথে অনন্তর।
কিন্তু হঠাৎ কোনো কারণে 
শব্দের স্রোতে বাধা পেলে 
শুন্যতা জাগে শব্দহীনা 
নিঃসঙ্গ অভিমানে নিঃশব্দে।
 ০ টি
    	০ টি    	 +০/-০
    	+০/-০©somewhere in net ltd.