|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 শূন্যতার প্রাপ্তি
শূন্যতার প্রাপ্তি
	মানব মনের অনাবিষ্কৃত কল্পজগৎ। অনাস্বাদিত। রহস্যময়ী। ভাষার তেলরঙে তা হোক বাঙ্ময়। প্রকাশিত।
তিনটি শব্দ। 
মাত্র তিনটি শব্দ। 
গোটা জীবনকে এক হাটে কিনে 
অন্য হাটে বিক্রি করতে পারে,
ধুন্ধুমার আলো বিলোতে পারে,
সুর্য, তারা বা চাঁদকে প্রতিযোগিতায় 
গো হারান হারাতে পারে,
নীল জোছনা ছড়াতে পারে,
লালপদ্মের সারি সারি চাষ করতে পারে,
বুকের মাঝে ঠান্ডা আগুন জ্বালাতে পারে।
তিনটি শব্দ, শুধু মাত্র তিনটি শব্দে 
একটা জীবনের পুরো কবিতা লেখা হতে পারে, 
সুরবিহীন অসুরের দৌরাত্ম্য থামাতে পারে,
বাঁশীর রিনরিনে সুরে শীতের আঁধার সরাতে পারে,
গ্রীষ্মের খাঁ খাঁ রোদে ঝিরঝিরে বৃষ্টি নামাতে পারে।
গুনতিতে হয়তো তিন,
ব্যাপ্তিতে বাহান্ন অক্ষর,
কিংবা তাকেও ছাড়ান,
আকাশের মত অসীম।
কারণ এই শব্দ তিনটিই
সৃষ্টি করে জীবন।
 ০ টি
    	০ টি    	 +০/-০
    	+০/-০©somewhere in net ltd.