|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 শূন্যতার প্রাপ্তি
শূন্যতার প্রাপ্তি
	মানব মনের অনাবিষ্কৃত কল্পজগৎ। অনাস্বাদিত। রহস্যময়ী। ভাষার তেলরঙে তা হোক বাঙ্ময়। প্রকাশিত।
যেতে পারি,যেতেই পারি 
নিঃসঙ্গ অন্ধকারের মধ্যে ডুবে 
সীমাহীন অনন্তর দেশে।
যেখানে শান্তির ডানায় 
ঝিকিমিকি আলো,
পাখির নরম পালকে।
মায়ের কোলের মতো ঘুম 
বেহিসাবী জীবনের 
সব দাঁড়ি টেনে।
নিবিড় কোমল আলিঙ্গনে 
তিতকুটে যন্ত্রণার 
অধ্যায় অবসানে। 
লোভী শৃগালের মতো লোভে 
পাড়ি দিতে গিয়ে দেখি 
তোমার ব্যকুল চোখ চেয়ে আছে নির্নিমেষে।
 ০ টি
    	০ টি    	 +০/-০
    	+০/-০©somewhere in net ltd.