|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 শূন্যতার প্রাপ্তি
শূন্যতার প্রাপ্তি
	মানব মনের অনাবিষ্কৃত কল্পজগৎ। অনাস্বাদিত। রহস্যময়ী। ভাষার তেলরঙে তা হোক বাঙ্ময়। প্রকাশিত।
জানলা বন্ধ করে 
হৃদয় জোড়া ঘ্রাণ 
অন্ধকারের ঘোরে।
চোখের পাতায় তুমি 
ঝাপসা জলের তোড়ে 
আগুন মাঝে খুঁজি ।
ছোঁয়ার নেশায় ভাঙে 
কাদামাটির বাঁধ 
একটু দেখতে চেয়ে।
তোমার ব্যস্ত সাজে
কপাল মাঝে চাঁদ 
ঠোঁটের ছোঁয়ায় নামে।
না হয় দুরেই থাকি
একলহমার ছবি 
চাইতে পারি নাকি?
সাজলে না হয় রণসাজে
হাজার কাজের ফাঁসে 
ভাঙা খোঁপার বিপুল কালো ত্রাসে।
তাও যে তুমিই আছো 
তোমার ছায়ার মাঝে 
আমায় বিবশ করে।
 ০ টি
    	০ টি    	 +০/-০
    	+০/-০©somewhere in net ltd.