|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 শূন্যতার প্রাপ্তি
শূন্যতার প্রাপ্তি
	মানব মনের অনাবিষ্কৃত কল্পজগৎ। অনাস্বাদিত। রহস্যময়ী। ভাষার তেলরঙে তা হোক বাঙ্ময়। প্রকাশিত।
হঠাৎ কখনো উৎসব আসে 
স্তব্ধ কোলাহল মুখর হয় 
আমার মুখরতা লুকায় আঁধারে।
গেরস্থালি ঘটি বাটি 
বেলুন ওড়ানো শৈশব কাল
বয়ঃসন্ধির খুনসুটি।
রাস্তা জুড়ে রঙের স্রোত 
গায়ে ঢলে পড়া চুমকির ঝাঁকে 
রঙীন ফানুস খরস্রোত।
এক মুঠো উষ্ণতায় 
ভিড়ের মাঝেও স্বপ্ন বোনে 
আঙুল জড়ানো ভালোলাগায়।
কারনবিহীন বিচ্ছিন্নতা
আসা যাওয়ার পথের ধারে 
চুঁইয়ে নামা নীরবতা।
এক নিমেষে ভাঙব বলে 
হুটোপাটি বুকের তলে রাগ কালাংড়া
বেজেই চলে, বেজেই চলে।
 ০ টি
    	০ টি    	 +০/-০
    	+০/-০©somewhere in net ltd.