|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 শূন্যতার প্রাপ্তি
শূন্যতার প্রাপ্তি
	মানব মনের অনাবিষ্কৃত কল্পজগৎ। অনাস্বাদিত। রহস্যময়ী। ভাষার তেলরঙে তা হোক বাঙ্ময়। প্রকাশিত।
ম্রিয়মান নিয়নের বাতি,রাতের কুয়াশা ঢাকা, 
মনখারাপের স্রোতে ঢেকেছে তারার আলো, 
যেমন ঢেকেছে রাত শীতের চাদরে মুড়ে 
নিশ্চিন্ত নীরব শব্দে চারিদিকে ছড়িয়ে 
পৃথিবীর প্রান্তের পরে দেশ থেকে দেশে। 
নিঃসঙ্গ নীরব আমি সেই শব্দহীনতায় 
করি সমর্পণ কুয়াশার কাছে, 
অণুর অন্তরে যাতে স্পর্শ করতে পারি 
তোমার সিক্ত ঘ্রাণ সম্পুর্ণ হৃদয় জুড়ে। 
ব্যর্থতার আঘাত ঘিরে টুকরো টুকরো হই 
তোমাকে না পাওয়ার তীব্র অভিঘাতে 
ভেঙে ফেলে শরীরের রক্ত, মাংস, ঘাম 
পরমাণুর আকারে নিঃশেষে ছড়িয়ে দিই 
কুয়াশার স্রোতে তোমার শহুরে বাতাসে 
হরিণ নয়না,শুধু তোমাকে ছুঁতে চেয়ে।
 ০ টি
    	০ টি    	 +০/-০
    	+০/-০©somewhere in net ltd.