|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 শূন্যতার প্রাপ্তি
শূন্যতার প্রাপ্তি
	মানব মনের অনাবিষ্কৃত কল্পজগৎ। অনাস্বাদিত। রহস্যময়ী। ভাষার তেলরঙে তা হোক বাঙ্ময়। প্রকাশিত।
সীমাহীন অন্ধকার 
দিগন্তে কোথাও নেই একটুকরো আলো 
রাতজাগা তীব্র প্রতীক্ষার।
আকাশের চাঁদে আজ নিভন্ত কালো 
মিশমিশে গাঢ় বেদনার ঢেউ 
নিভে গেলে তারাদের নিভু নিভু আলো।
লোমকুপে চুঁইয়ে নামে আঁধারের গাদ 
রক্তের গভীরে মেশে রূঢ় অবজ্ঞা 
আমাকে নিঃশেষে ডোবায় যন্ত্রণার স্বাদ।
মৃত্যুও হয় কাঙ্ক্ষিত তুলনায় 
ছটফটানি দমবন্ধ শ্বাসের 
তোমাকে ফিরে পাবার ব্যর্থ প্রচেষ্টায়।
 ০ টি
    	০ টি    	 +০/-০
    	+০/-০©somewhere in net ltd.