|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 শূন্যতার প্রাপ্তি
শূন্যতার প্রাপ্তি
	মানব মনের অনাবিষ্কৃত কল্পজগৎ। অনাস্বাদিত। রহস্যময়ী। ভাষার তেলরঙে তা হোক বাঙ্ময়। প্রকাশিত।
সুরঞ্জনা, তুমি এক দুরতর দ্বীপ 
হালভাঙা ক্লান্ত নাবিক, 
খুঁজে ফেরে জোনাকীর আলোয় 
তোমার চোখের ভাষা, স্বপ্নিল।
কুয়াশার রহস্য ঘেরা অসীম সাগর ,
চোখের তারায় ফোটে গাঢ় অন্ধকার,
বুকের গভীরে নিবিড় ঘনিষ্ঠতা,
সহসা ঝড়ের আহ্বানে মুক ও বধির।
তোমার বীণার সুরে কখন কি যে বাজে! 
পথহারা আলেয়ার অবুঝ নিশিডাকে-
শিশিরে সাঁটা চটচটে রোদের মত 
ছুটে চলি একবগ্গা হরিণের খুরে।
ভালোবাসা যেন কালো আশঙ্কার মেঘ 
রামধনুর রঙ ছড়ানো নির্ভরতার ঠেক,
হারানোর ভীতি দুরে রেখে গাঢ় সমর্পণ,
নিবিড় অধিকারের দুরন্ত প্রতীক।
সেই মেঘ, সেই ঝড় প্রতিটি মুহুর্তে 
লোমকুপের সুচীমুখে নোনা ঘাম ঝরে, 
তবু আমি নিজেকে হারাই একাকী নিশ্চিন্তে--
তোমার সেই আলোজ্বলা বুকেরই গভীরে।
 ২ টি
    	২ টি    	 +০/-০
    	+০/-০২|  ২৭ শে অক্টোবর, ২০১৬  ভোর ৫:০৮
২৭ শে অক্টোবর, ২০১৬  ভোর ৫:০৮
শূন্যতার প্রাপ্তি বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২৭ শে অক্টোবর, ২০১৬  ভোর ৪:২৮
২৭ শে অক্টোবর, ২০১৬  ভোর ৪:২৮
কবীর বলেছেন: লিখতে থাকুন।
শুভ ব্লগিং