|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 শূন্যতার প্রাপ্তি
শূন্যতার প্রাপ্তি
	মানব মনের অনাবিষ্কৃত কল্পজগৎ। অনাস্বাদিত। রহস্যময়ী। ভাষার তেলরঙে তা হোক বাঙ্ময়। প্রকাশিত।
ভালোলাগা আমার জন্য নয়,
ভালোবাসাও কখন যেন ভয়,
তিরতিরে স্মৃতির আগুনে -
উড়াই ভালোবাসার ছাই।
তার চেয়ে এই ভালো, ব্যর্থ প্রতীক্ষা- 
স্বপ্নের ডানা ভেঙে মুখ থুবড়ে পড়া, 
রক্তের ঘোলা জলে নিজেকে ডুবিয়ে 
বিকিকিনির খোলা হাটে কমদামে বেচা।
তাও তো নিজস্ব পন্য, তোমার খেলনা নই, 
যার সাথে খেলবে তুমি নিতান্ত অবহেলায়,
বিজ্ঞাপনে মুখ ঢাকা স্বার্থের পরতে 
মুখ ফেরানো অপমানে ভেঙে চুরচুর হই।
অপেক্ষা বৃথা হয়, অভিমান মাটিতে গড়ায়,
যন্ত্রণার তিতকুটে স্বাদ হৃদয়ে পা মাড়ায়,
তাই দিয়ে আকাশকুসুম, শুন্য অভিলাষ,
ভালোবাসা ছুঁড়ে ফেলে নিজেকে চিতায় সাজাই।
 ০ টি
    	০ টি    	 +০/-০
    	+০/-০©somewhere in net ltd.