|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 শূন্যতার প্রাপ্তি
শূন্যতার প্রাপ্তি
	মানব মনের অনাবিষ্কৃত কল্পজগৎ। অনাস্বাদিত। রহস্যময়ী। ভাষার তেলরঙে তা হোক বাঙ্ময়। প্রকাশিত।
জোলো হাওয়াতে পোড়া বারুদের গন্ধ-
মেঘের মুঠি ধরে এক ঝটকায় আছড়ে ফেলল মাটিতে,
আলোর লাঠিতে আকাশের বুক ছিন্ন-
যন্ত্রণা হয়ে ঝরে পড়ল বৃষ্টিতে।
এক ফুঁয়ে গৃথিবী তালগোল, লন্ডভন্ড,
তোমার আর্শীবাদ উড়ে এল নিমেষে, 
করুণার বিস্ময়ান্বিত লক্ষ্য-
আমারই উদ্দেশ্যে।
সমাপ্তির আনন্দে আমি মুক 
পেতে দিলাম বুক প্রতীক্ষায়, 
অবচেতনে একটি দুটি মুখ 
দাঁড় করালো লোভের প্রহরায়। 
সর্বাঙ্গে আমার রক্ত ঝরানো ক্ষত- 
অবহেলা জন্মগত,
ভালোলাগার লোভে জন্মান্ধ 
ছুড়ে ফেললাম তোমার আর্শীবাদ।
 ০ টি
    	০ টি    	 +০/-০
    	+০/-০©somewhere in net ltd.