|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 শূন্যতার প্রাপ্তি
শূন্যতার প্রাপ্তি
	মানব মনের অনাবিষ্কৃত কল্পজগৎ। অনাস্বাদিত। রহস্যময়ী। ভাষার তেলরঙে তা হোক বাঙ্ময়। প্রকাশিত।
কপালের টিপের মতো সব রঙ শুষে- 
সাদা নরম আলো মাঠের পর মাঠে,
নিঃশেষে ছড়িয়ে একা একা জাগে চাঁদ,
সারাগায়ে পালকের উষ্ণতা মেখে।
চেয়েছিলে ভিজতে জোছনায়, আশ্লেষে স্নান,
মোহিনী বিভঙ্গে তোমার নীরব আগমন 
আমাকে স্বপ্নে জাগায় তোমার পদ্মগন্ধ
ঘুঘুর বুকের মতো উষ্ণ নির্জন।
রুপোলী আলোর ঢেউএ ভিজে চপচপে 
চুল বেয়ে ফোঁটা ফোঁটা জোছনার জলে 
নির্বাক স্থবির দর্শক অবাক বিস্ময়ে দেখি -
ঊর্বশীও হার মানে তোমার শরীরে।
আঁজলা ভরা জোছনায় তোমার ভেজার পটে- 
নিজেকে ভেজাই আমি তোমার ঐ মায়াতে,
রাতজাগা অধরার ব্যর্থ প্রতীক্ষায় -
তারাভরা আকাশে হিমের চাদরে ঢেকে।
 ০ টি
    	০ টি    	 +০/-০
    	+০/-০©somewhere in net ltd.