| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শূন্যতার প্রাপ্তি
মানব মনের অনাবিষ্কৃত কল্পজগৎ। অনাস্বাদিত। রহস্যময়ী। ভাষার তেলরঙে তা হোক বাঙ্ময়। প্রকাশিত।
আমাকে নিয়ে নতুন ভাবনা আসে না,
ফেসবুকে ঝরে না কথার বৃষ্টি,
হোয়াটস অ্যাপে তোমার মুখও ভাসে না-
খুনখারাবি রঙীন সৃষ্টি।
অভিমান-টভিমান বৃথা মেনে
রাগের অঙ্ক কষছি,
বেহিসাবী আবেগ লাগাম ধরে
পাটীগণিতে মজেছি।
গোয়ালার দুধে একগলা চোনা-
ছানা কেটে জল দুধরঙা,
দু এক ছটাক হিসেবী অবহেলা-
জীবনের সুর তালকানা।
ভালোলাগার জটিল গসাগু
রোজনামচার পাতায় শুন্য,
যন্ত্রণার সরল লসাগু
ভালোবাসা শুধুই পণ্য।
পরিচালকের শেষ অঙ্কে
নতুন হিসেব নতুন বীজগণিত,
মনের কঠিন সিঁড়িভাঙা ফেলে
জ্যামিতি খুঁজব,বাস্তব অশ্লীল।
©somewhere in net ltd.