| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শূন্যতার প্রাপ্তি
মানব মনের অনাবিষ্কৃত কল্পজগৎ। অনাস্বাদিত। রহস্যময়ী। ভাষার তেলরঙে তা হোক বাঙ্ময়। প্রকাশিত।
ভালোলাগা ভুলেও খুঁজি নি কখনোই
ক্ষীরের আশায় উনুনে দিয়েছি জ্বাল
ভালোলাগার ছানা কেটে হয়েছে দই।
জানি না ভালোবাসা কি,
পাথরে ফুল ফোটানোর ইচ্ছায়
নিজেই লতপত হয়েছি রক্তধারায়।
ঝাঁ চকচকে বিজ্ঞাপনে
নারী শরীরের কামনার ঢেউ
আমাকে শুধুই বিভ্রান্ত করে,
উত্তেজনা সাহারায় উধাও।
আধুনিক সভ্যতার বেমানান অসুখে
ডাক্তারের চেম্বারে ছোটার পথে
হঠাৎ তোমাকে দেখি ট্র্যাফিকের ব্যস্ত সিগন্যালে-
আটপৌরে সাদাখোলের নীলপাড় ঘেরে,
আবেশী বিহ্বলতায় কলকাতা থামে
মুহুর্তে নিয়নের সাঁঝবাতি জ্বেলে।
প্রতিদিনের ব্যস্ততায় টেলিফোন বাজে,
সুন্দরী ললনার গলার মধুতে
রাঘববোয়ালও কাত ঠান্ডা জাদুতে।
অথচ চুনোপুঁটি আমি দরদর ঘেমে
অথৈ বিরক্তির একগলা জলে
একঘেয়ে সুর শুনি যান্ত্রিক খ্যানখেনে।
অযান্ত্রিক রামধনু হঠাৎ ভেসে আসে
তোমার গলার টুকরো আওয়াজে,
জনবহুল রাজপথ নিঃশব্দ প্রতীক্ষাতে
নিমেষে চলকে ওঠে
আমার বুকের রক্ত,দুরুদুরু ঢেউএ।
ঘিনঘিনে ঠাসাঠাসি থকথকে ভিড়ে
পেলব শরীরের ঘন আহ্বানে
আন্টার্টিকার শৈত্য চারধারে জমে।
হঠাৎ সে তুমুল বরফ এক লহমাতে
ফুটন্ত জলের তাপে অগ্ন্যুৎপাতে মেশে-
তোমার আঁচলের অনিচ্ছা উড়ানে।
সব হারানোর সুবিশাল সাম্রাজ্যে
কিছুই তোলে না ঢেউ স্মৃতির বুদবুদে,
বসে থাকি দিন শেষে নির্লিপ্ত অনুভবে।
শুধু কি এক যন্ত্রণার অভিঘাতে
©somewhere in net ltd.