|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 শূন্যতার প্রাপ্তি
শূন্যতার প্রাপ্তি
	মানব মনের অনাবিষ্কৃত কল্পজগৎ। অনাস্বাদিত। রহস্যময়ী। ভাষার তেলরঙে তা হোক বাঙ্ময়। প্রকাশিত।
তোমাকে ভাবলেই যদি 
রঙীন ফানুস আকাশে দেয় পাড়ি 
হৃদয় মাঝে আলেয়ার আতসবাজি
মনের অলিগলিতে ঢেউএর কারসাজি।
সে আমার দোষ কি?
সামনাসামনি নয়, শুধুই যন্ত্রের দৌলতে 
যখনই তোমাকে দেখি মায়ামন্ত্রজালে 
হাজার নিয়নবাতির আলো চোখের তারায় জ্বলে
বুকের গভীরে কুবো পাখির কুব কুব শব্দে 
নীরবতা ভেঙে শুদ্ধ ঈমনে রক্ত চলকে ওঠে। 
তাতেও কি আমারই দোষ মেলে?
ফোনের ওপারে তুমি, তোমার রিনিঝিনিতে 
সারা শরীরের তার যদি ঝনঝন বেজে ওঠে,
শিরশিরে ভালোলাগা অথৈ আড়মুড়িতে 
শিরদাঁড়া বেয়ে অবিরাম নীচে নামে।
বল,আমার দোষ তুমি কোথায় পেলে ?
হঠাৎ কখনো যদি নিজেকেই ভালোবেসে 
তোমার ছোঁয়ার দানে মরণকে মেপে 
প্রকৃতির চড়াই এ সুখে মুখ ঢেকে 
সুগভীর গিরিখাত রাগিনীর সুরে,
উষ্ণ প্রস্রবণের মুখ গুলি খোলে- 
আমার দোষ কি তোমায় কষ্টে ফেলে ?
তোমার অবহেলায় আঙুল জড়াই 
বানভাসি সবকিছু নিমেষে হারায়,
টিসটিসে ধুম ব্যথা আগুনে পোড়ায়
ফিকে রঙে পাঁশুটে গাঢ় শুন্যতায়। 
পায়ে পিষে ভালোলাগা পাখির উড়ান 
চটচটে যন্ত্রণার আমার মরণ। 
সেও কি আমারই শুধু দোষের কারণ ? 
নির্বাক ভালোবাসা কাঁদে আমরণ।
 ০ টি
    	০ টি    	 +০/-০
    	+০/-০©somewhere in net ltd.