|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 শূন্যতার প্রাপ্তি
শূন্যতার প্রাপ্তি
	মানব মনের অনাবিষ্কৃত কল্পজগৎ। অনাস্বাদিত। রহস্যময়ী। ভাষার তেলরঙে তা হোক বাঙ্ময়। প্রকাশিত।
তোমার পথ চেয়ে আঁধার নামে
পরিযায়ী পাখিরা বাসায় ফেরে 
হৃদয়ের খুনসুটি বাতাসে মিলায় 
বুকের ঐ তানপুরা বেসুর বাজে।
তোমার ঐ আগমনে ঝরনা ফোটে 
মাধবীলতার বন রক্তরাগে 
পাঁজর ভেঙে শুধু ডানা ঝাপটায় 
হালভাঙা নৌকা সজোরে ছোটে।
সুর্যের হাতঘড়ি গোধুলি মাপে 
তোমার ঐ চলে যাওয়া ব্যথায় ডোবে 
সময়ের সাথে মোর ব্যাকুল আড়ি 
বিজিতের হাহাকার জ্যান্ত লাশে।
 ০ টি
    	০ টি    	 +০/-০
    	+০/-০©somewhere in net ltd.