|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 শূন্যতার প্রাপ্তি
শূন্যতার প্রাপ্তি
	মানব মনের অনাবিষ্কৃত কল্পজগৎ। অনাস্বাদিত। রহস্যময়ী। ভাষার তেলরঙে তা হোক বাঙ্ময়। প্রকাশিত।
কি দরকার ছিল নতুন করে কাজল পড়ার ? 
কাজললতার চেয়েও গাঢ় চোখের অঙ্গরাগের ঘোর 
এমনিই অশনি ছড়ায়,নিঃশব্দ প্রাণঘাতী 
হৃদয় আবেশ বিহ্বল, দুরুদুরু অপেক্ষা কাতর।
চাঁদের জোছনা মাখা কপালে আঁকা ছোট্ট কালো টিপ 
কি প্রয়োজন? এমনিতেই দু সাগরের মাঝে দুরতর দ্বীপ 
তোমার চোখের মাঝে, ব্যাকুল প্লাবন আসে- 
আমি শুধু হালভেঙে দিশাহারা ক্লান্ত নাবিক।
ঝুমকোলতার মসৃণ দোল কেন নিলে কানে ?
সাত সমুদ্র তের নদীর পরে তেপান্তরের মাঠে 
বাতাসের সোঁ সোঁ শব্দে উত্তাল আবেগ,
ঝুলন-আকাঙ্খায় বেহাগের সুরে কাঁদে।
কোমল উত্থান মাঝে দোদুল্যমান হারে 
কি প্রয়োজন ? ভালোলাগার পাহাড় চুড়ে
একাকী নি্ঃসঙ্গে,হতাশার টান সুতো 
আমাকে ঝুলিয়ে রাখে মুহ্যমান শোকে।
বৃথা আয়োজন রঁদার ভাস্কর্য ঘিরে নীলের আঁচলে,
বুকের গভীরে জ্বলা ভালোবাসার আগুনে,
স্বপ্নিল নীলে রাঙা-তোমার বিভঙ্গ হিল্লোল 
হৃদয়ে উথাল-পাথাল জলছবি আঁকে।
 ০ টি
    	০ টি    	 +০/-০
    	+০/-০©somewhere in net ltd.