|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 শূন্যতার প্রাপ্তি
শূন্যতার প্রাপ্তি
	মানব মনের অনাবিষ্কৃত কল্পজগৎ। অনাস্বাদিত। রহস্যময়ী। ভাষার তেলরঙে তা হোক বাঙ্ময়। প্রকাশিত।
শরতের সোনামাখা রোদে শিশিরের স্পর্শ , 
ভাবুক লোলুপতায় চেয়ে থাকি, ছুঁতে চাই সোঁদামাটির গন্ধ,
হাত বাড়িয়ে ধরতে যাই সেই রোদ- 
খোলা জানালা নাগালের মধ্যের বোধ,
রোদ্দুর শুধু পিছলে পালায় 
কানামাছির খেলা দেখায় 
ছুঁই ছুঁই নাগাল এড়িয়ে ধাঁই
ভাললাগা বসে বসে খাবি খায়।
তাইতো মনের ঝড় 
দাঁতচাপা নিবিড় শপথ 
কর্কটক্রান্তির উষ্ণ অভিমান, 
বিষুবীয় কষ্টের দাপট। 
ভুলে যাই তার ঐ ভালোলাগা 
নীল আকাশে রামধনুকের ভাষা 
যেখানে বৃষ্টির ফোঁটায় ঝরে প্রতীক্ষা 
হৃদয় রাঙানো ভালোবাসা।
জানালার পিছে পৃথিবী বদ্ধ 
জোরাজুরি শুধু দমবন্ধ 
ভাললাগা খুঁটে নিতে প্রাণে
নিজেকে জড়াই় স্বার্থপর প্রতিশব্দে।
তাই উড়িয়ে দিলাম তোকে 
খুঁজে নে অন্য কোনো বাসা-
যেখানে মনের মানুষ ডাকে, 
আমি তো অবুঝ নিশিডাকা।
 ০ টি
    	০ টি    	 +০/-০
    	+০/-০©somewhere in net ltd.