|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 শূন্যতার প্রাপ্তি
শূন্যতার প্রাপ্তি
	মানব মনের অনাবিষ্কৃত কল্পজগৎ। অনাস্বাদিত। রহস্যময়ী। ভাষার তেলরঙে তা হোক বাঙ্ময়। প্রকাশিত।
ভালোবাসা নিশির শিশির 
ভালোলাগা উপুড়-চুবুড়। 
নিলীমায় নীল আঁচলা 
মনেতে স্মৃতিও মেদুর।
কবে কোন্ অলস রাতে 
চোখের ঐ পাখির নীড়ে 
নিভৃত নীরব কথা 
হৃদয়ে জোছনা নামে।
তাতে মন ভিজছে ব্যাকুল 
শরীরে জোয়ার দুকুল 
পরশের তীক্ষ্ণ বাণে 
আগুনে পোড়ায় আকুল।
দাবানল হৃদয় ঘেরে 
দাউদাউ বিষাদ জ্বলে 
শরীরের নদীর বাঁকে 
বেভুল মনও দোলে।
নদীর ঐ মাতাল ঢেউএ 
নেশা ঠিক মদের ঠেকে 
মনের ও খোঁজ রাখি না 
ভদকা এক চুমুকে।
খোয়াড়ি ভাঙলে প্রাতে 
ভালোলাগা আড়মুড়িতে 
হৃদয়ের নাও এ অঝোর 
ও মেয়ের মনের আলে।
 ২ টি
    	২ টি    	 +০/-০
    	+০/-০২|  ২৮ শে অক্টোবর, ২০১৬  রাত ৩:৩৯
২৮ শে অক্টোবর, ২০১৬  রাত ৩:৩৯
শূন্যতার প্রাপ্তি বলেছেন: এমন টা বলছেন কেনো ভাই ?
©somewhere in net ltd.
১| ২৮ শে অক্টোবর, ২০১৬  রাত ৩:০৮
২৮ শে অক্টোবর, ২০১৬  রাত ৩:০৮
মুহাম্মাদ খাইরুল ইসলাম বলেছেন: প্রোফাইল পিকচারের চোখ দুইটাও ঢেকে দেন