|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 শূন্যতার প্রাপ্তি
শূন্যতার প্রাপ্তি
	মানব মনের অনাবিষ্কৃত কল্পজগৎ। অনাস্বাদিত। রহস্যময়ী। ভাষার তেলরঙে তা হোক বাঙ্ময়। প্রকাশিত।
ভালোবাসা যেন শিশিরের রঙ
সকালের ঘাসে ভেজা অভিমান।
ইচ্ছেনদীর পরশ মাখানো
গোধূলি বেলার রক্তিম স্নান।
শরতের নীল কালোমেঘে ঢাকা 
বৃষ্টিস্নাত জারুলের ছায়া 
ফিকে সে আলোতে আবেশী বিকেলে 
রামধনু রঙ মেশা ভালোলাগা।
রোদ্দুর জ্বলা আলসে দুপুরে 
শব্দ ঘুমানো নিঝুম প্রহরে 
বিষন্ন একা ডাহুকের ডাকে 
নিঃসঙ্গতা শুধু পিছে কাঁদে।
সব হারানো রাতের গভীরে 
বিষাদনীল চাঁদের ছায়াতে 
তারা জেগে থাকা জোছনা-আঁধারে 
ভালবাসা একা নিভৃত নীরবে।
 ০ টি
    	০ টি    	 +০/-০
    	+০/-০©somewhere in net ltd.