|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 শূন্যতার প্রাপ্তি
শূন্যতার প্রাপ্তি
	মানব মনের অনাবিষ্কৃত কল্পজগৎ। অনাস্বাদিত। রহস্যময়ী। ভাষার তেলরঙে তা হোক বাঙ্ময়। প্রকাশিত।
ছোট্ট পাখি ছোট্ট বুকে স্বপ্ন মাখা ভোর 
কোথায় পাবি ঝড়ের মাঝে সঙ্গী আপন তোর? 
হঠাৎ কখন জোছনা-মায়া উথাল মনের ডোর 
সাথীর সাথে বাঁধল বাসা, নিবিড় সুখের ঘোর।
কাটল সময়, কাটল প্রহর, উল্কা আবেশ মোহে 
শিশিরঝরা ভালোলাগায়, ভালোবাসার সুরে, 
সুখের আশায় চোখের পাতা মেলল যখন জেগে 
একঝটকায় ভাঙল বাসা, বৃষ্টি এল ঝেঁপে ।
জাগল পাখি একলা হয়ে স্বপ্নভাঙা চোখে 
ভিজে একসা চুবুড় হল কষ্ট মাখা দুখে, 
রক্তঝরা হৃদয়কথার গলায় পা চেপে 
পাখি আবার নতুন বাসায়,সবার স্নেহের চাপে।
সকাল থেকে সারাটাদিন উপুড়-চুবুড় কাজ 
নতুন লোকের চাওয়া-পাওয়া, নিজের কথা থাক্।
ভালোলাগা অথৈ জলে, ভালোবাসার সাপ 
রাতে শুধু শরীর চেনে, হৃদয় ? বুরবাক্।
সারারাতের গরল মেখে মনের টুঁটি টিপে ধরে 
গহীন গাঙের মরণ ঢেউএ খড়ের কুটো আঁকড়ে ধরে,
পাখি আবার আগুন সাজে জীবন জুড়ে ছবি আঁকে,
শরীর-বিহীন ভালোলাগায় ভালোবাসা খুঁজে মরে।
 ০ টি
    	০ টি    	 +০/-০
    	+০/-০©somewhere in net ltd.