|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 শূন্যতার প্রাপ্তি
শূন্যতার প্রাপ্তি
	মানব মনের অনাবিষ্কৃত কল্পজগৎ। অনাস্বাদিত। রহস্যময়ী। ভাষার তেলরঙে তা হোক বাঙ্ময়। প্রকাশিত।
দুইটি নদীর একটি গল্প 
মেঘ আলো ছায়া অল্প অল্প।
জীবন জুড়ে একটা স্বপ্ন 
ফুরিয়ে গেলেই শুন্য স্পর্শ।
রামধনু রঙে মেঘেরা ব্যস্ত 
নিজেকে সাজাতে শানায় অস্ত্র। 
ঘন নীল ছেয়ে ছিন্ন শুভ্র 
মেঘবালিকা পালক-নম্র।
মনভোলানোর খেলায় মাতলো 
প্রজাপতি রঙ হৃদয়ে মাখলো। 
গজগামিনীর দোলায় দুলল 
আকাশের বুকে আগুন ছুটলো।
ঘন কালো চুল এলানো খোঁপায়
জলভরা চোখে বাজ্ ঝলকায়। 
ভালোলাগা রেশ এসেই হারায় 
বৃষ্টিরা এসে মিতালী ছড়ায়।
বিরহ ব্যথার ধুধু বালুচর 
আকাশের চোখে ঝরে অনিবার। 
অভিমানমাখা হৃদয় কাতর 
মাটির বুকে ঝরায় আতর ।
না হারানোর ব্যর্থ শপথ 
আকাশ আবার আগুন পাথর।
জীবনের ভেলা আঁধারে ঘুমায়
ভালোবাসা শুধু একা জেগে রয়।
 ০ টি
    	০ টি    	 +০/-০
    	+০/-০©somewhere in net ltd.