|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 শূন্যতার প্রাপ্তি
শূন্যতার প্রাপ্তি
	মানব মনের অনাবিষ্কৃত কল্পজগৎ। অনাস্বাদিত। রহস্যময়ী। ভাষার তেলরঙে তা হোক বাঙ্ময়। প্রকাশিত।
ধূ ধূ বালিয়াড়ি তাকাই যেদিকে
মাস্তুল ভাঙা জাহাজের সাইরেনে
অবহেলা নিংড়ে কষ্টের বৃত্তে ঘাই
ছেঁড়া পাল মুহ্যমান শোকে।
বৃষ্টিচ্ছায় অরন্যের সীমান্তে দাঁড়িয়ে
আকুল বাদল খুঁজি খরতার রোদে
চাতক পাখির মতো গোপন আকাঙ্খায়
জলভরা পৃথিবীর তীরবিদ্ধ অপমানে।
হাজার বছর ধরে তৃষ্ণার্ত ছটফট 
ফিরিয়েছি পিপাসার আকাঙ্খিত বুঁদ
অন্তর বিহীন দম্ভের অবাঞ্ছিত দানে
জীবনের স্পন্দন শুধু হা-হুতাশ।
পৃথিবীর বুকে জমা ফুটন্ত লাভায়
আগ্নেয়গিরির মতো অসীম অপেক্ষায়
বুকের রক্তস্রোতে জলহীন গাঢ় শুষ্কতা
সাহারার ধূলিঝড়ে শরীরের সব পর্দায়।
হঠাৎ কখন তরল হৃদয়ের রুক্ষ অন্তস্থলে
তোমার বুকের জলে অন্তরাত্মা মিশে
বুভুক্ষু চাতকের আমূল ধারাস্নান
নিঃশেষে শুষে নিই ব্যাকুল পিপাসাতে।
 ০ টি
    	০ টি    	 +০/-০
    	+০/-০©somewhere in net ltd.