|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 শূন্যতার প্রাপ্তি
শূন্যতার প্রাপ্তি
	মানব মনের অনাবিষ্কৃত কল্পজগৎ। অনাস্বাদিত। রহস্যময়ী। ভাষার তেলরঙে তা হোক বাঙ্ময়। প্রকাশিত।
নীল আকাশের বুকের নীচে
সুনীল জলোচ্ছ্বাস -
ধাঁ চকচক বালির পাড়ে
ঝাউএর দীর্ঘশ্বাস।
উড়িয়ে দিয়ে গভীর গোপন
ঝরাপাতার দুঃখ আপন ,
ভিজছে আকাশ, ভিজছে বাতাস
ভিজছে মনের গোপন হুতাশ।
নীল ঢেউএর ই বৃষ্টি মেখে
ভিজছে মেয়ে নিঝুম হয়ে,
নীলের গুঁড়ো চুলের বাঁকে
ঝরণা হয়ে ঝরতে থাকে।
বালির বুকে সফেদ ফেনায়
স্বপ্ন জ্বলে রোদের কণায় -
যা ছিল তার মনের মাঝে
আঁকড়ে ধরে বাঁচতে যাঁচে।
মরীচিকার বেভুল ছায়ায়
স্বপ্ন শুধু গরল মাখায়,
সুনীল সাগর অসীম মায়ায়
রামধনুকের রঙটা ছড়ায়।
হৃদয় ভাঙা রক্ত মেখে
বালির স্রোতে জলের ঢেউ এ -
একলা মেয়ে অলস বসে
সমর্পনের শান্তি মাখে।
 ০ টি
    	০ টি    	 +০/-০
    	+০/-০©somewhere in net ltd.