![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানব মনের অনাবিষ্কৃত কল্পজগৎ। অনাস্বাদিত। রহস্যময়ী। ভাষার তেলরঙে তা হোক বাঙ্ময়। প্রকাশিত।
রিঙ্কি, তুই বৃষ্টি হতে পারতিস
সারারাত ধরে রিমঝিম শুধু ঝরতিস।
শুনশান রাতে অঝোর ধারায় ভিজতাম
নিরালা আঁধারে তোরই স্পর্শ মাখতাম।
রিঙ্কি, তুই বন্যা হতে পারতিস
উথাল পাথালি ঢেউয়ে বাঁধ ভাঙতিস।
বানভাসি জলে অথৈ আমি ভাসতাম
সবকিছু ছেড়ে তোরই অতলে ডুবতাম।
রিঙ্কি, তুই রোদ্দুর হতে পারতিস
সারাদিন শুধু ছায়ার বিহনে কাঁদতিস।
তোর নীচে বসে শীতলপাটি বুনতাম
সারাদিন ধরে তোকে শুধু গায়ে মাখতাম।
রিঙ্কি, তুই আগুন আছিস এখনো
তোর বুকে বুঝি দহনের জ্বালা ছড়ানো ?
তাই তো বৃষ্টি তোকে ছুঁতে আজো ভয় পায়
ভালোবাসা হারা ক্লান্তির বুঝি ক্ষয় নাই।
©somewhere in net ltd.