| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শূন্যতার প্রাপ্তি
মানব মনের অনাবিষ্কৃত কল্পজগৎ। অনাস্বাদিত। রহস্যময়ী। ভাষার তেলরঙে তা হোক বাঙ্ময়। প্রকাশিত।
বৃষ্টি তুমি সারাটা রাত
এমনি করে আমার সাথে থাকবে ?
নিবিড় ভালোবাসবে ?
হৃদয়-মাঝে টুপুর টাপুর ঝরবে ?
সোহাগ রাঙা বৃষ্টি বলল,
তোমার কাছেই থাকছি
রঙীন নাওএর ভেলায় শুধু ভাসছি
চোখের জলে দুঃখ হয়ে মরছি।
আশায় বেঁধে হালভাঙা ঐ নৌকায়
নতুন সে এক ঘর সাজালাম
রামধনু রঙ ছড়িয়ে দিলাম
বৃষ্টি-আমার বাসর দিলাম।
ঘুমজাগানো চোখের পাতায়
রাত শেষে যেই রাত ভাঙল
বৃষ্টি কোথায় হারিয়ে গেল
নীল বেদনা নিজের হল।
সেই বিষেতে সেঁকছি হৃদয়
ভালোবাসার অগ্নি চিতায়।
হৃদয় জুড়ে ভালোবাসা
ভালোবেসে শহীদ হল।
©somewhere in net ltd.