| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শূন্যতার প্রাপ্তি
মানব মনের অনাবিষ্কৃত কল্পজগৎ। অনাস্বাদিত। রহস্যময়ী। ভাষার তেলরঙে তা হোক বাঙ্ময়। প্রকাশিত।
পুরোনো দুঃখ আছে যতো
দু'পায়ে দলাবো ইচ্ছেমতো
নতুন করে সুখের আশায়
মজবো এবার ভরা নেশায়।
দুঃখ আমায় দিয়েছি কি?
সবকিছুতেই নীল দেখি
নীল নাকি দূঃখ প্রতীক?
কোনটা মানবো? কোনটা সঠিক?
সঠিক বেঠিক যাই হোক
ওসব দেখবে পাড়ার লোক
আমি শুধুই সুখকে চিনি
সুখের কাছেই থাকবো ঋণী।
আয়রে আয় সুখের পাখি
দূঃখ কে আজ দিয়ে ফাঁকি
ভাসবো এবার তোকে নিয়ে
তেপান্তরের মাঠ ছাড়িয়ে।
©somewhere in net ltd.