নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব মনের অনাবিষ্কৃত কল্পজগৎ। অনাস্বাদিত। রহস্যময়ী। ভাষার তেলরঙে তা হোক প্রকাশিত।

শূন্যতার প্রাপ্তি

মানব মনের অনাবিষ্কৃত কল্পজগৎ। অনাস্বাদিত। রহস্যময়ী। ভাষার তেলরঙে তা হোক বাঙ্ময়। প্রকাশিত।

শূন্যতার প্রাপ্তি › বিস্তারিত পোস্টঃ

পুরুষ এক নারীতে তৃপ্ত নয়

২৫ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১১


প্রিয়,
তোমার করা সেদিনের অপমান টা কিছুতেই ভুলতে পারিনা।
কেমন করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলে,
কেমন রাগ আর প্রতিহিংসায় তোমার চোখ লাল হয়ে গিয়েছিলো,
কেমন করে বলেছিলে "তুমি যাও, চলে যাও, তুমি আমার যোগ্য নও।"
ভেবেছিলাম তুমি আমাকে ভালোবাসো,
কিন্তু না, ভাবটা আমার ভুল ছিলো।
কষ্ট পেয়েছিলাম ভীষণ,
কিন্তু কিচ্ছু বলিনি,
চোখ মুছে "ভালো থেকো" বলে নীরবে চলে এসেছিলাম।
তুমি যেনো হাফ ছেড়ে বেচেছিলে।
পরম আনন্দে চলে গিয়েছিলে আরেক দ্বিশল্যার কাছে।
বেশ ভালোই তো চলছিলো।
আমিও আমার মতো মানিয়ে নিয়েছিলাম।
চারদিন পরেই মেসেজ দিলে "তুই কারো জীবনে যেতেই পারিস না, কারো জীবনে ঠাই পাবার মতো মেয়ে তুই না।"
মেসেজ টা পড়ে একা একাই হেসেছিলাম খুব।
নিজেকে ও সবার সাথে মিলিয়ে ফেললে বলে।
কিন্তু আমি তো তোমাকে সবার চেয়ে আলাদা ভেবেছিলাম।
ভাবনা টা আরো একবার ভুল প্রমাণিত হলো।
এতোটা বছরের সম্পর্ক কি করে অস্বীকার করি বলো?
বাড়ির সবাইকে জানিয়ে দিলাম,
কেউ কেউ স্বান্ত্বনা দিলো, কেউ দিলো অপবাদ।
কটাদিন ধরে চললো তোমার নামের গুঞ্জন।
ভালোই লাগছিলো।
শুধু আমি নই, সবার মুখেই তোমার নাম শুনছি।
কিন্তু কেউই তোমার পক্ষে যেতে চায়না,
সবাই বিপক্ষে, মানে আমাদের সম্পর্কের বিপক্ষে,
সমাধান দিলো অবিলম্বে যেনো তাদের কথা মেনে নিই,
আর তোমাকে দেখিয়ে দিই যে আমার ঠাই কারো কাছে আছে কি না?
আমি ওই মুহুর্তে জেদী হয়ে গিয়েছিলাম,
মেনে নিলাম,
কাবিন হলো,
ঠিক পরক্ষনেই মনে হলো আমার ভালোবাসা তো আমার জেদের কাছে হেরে গেলো?
তৎক্ষণাৎ ঘর ছেড়ে বর ছেড়ে চলে এলাম,
চলে এলাম তোমার কথা সত্যি করতে,
কারো জীবনে নয়, নিজেই নিজের আশ্রয় গড়তে চাইলাম।
আর তোমার কথা কি বলবো,
তুমি তো পুরুষ,
এক নারীতে তোমার চলেনা,
দ্বিশল্যার কাছে চারদিনেই হাঁপিয়ে উঠেছিলে,
কদিন পর আমাকেও ডেকেছিলে,
মাফ চেয়েছিলে,
কিন্তু এমন মাফ তো প্রায়শই চাইতে,
অভ্যাস হয়ে গিয়েছিলো তোমার,
বলেই তো দিয়েছিলে তুমি পুরুষ, একজন পুরুষের জীবনে বহু নারী আসতে পারে, এটাই স্বাভাবিক।
তুমি নাহয় বহু নারী নিয়েই প্রহর কাটাও,
দয়া করে আমাকে আর জ্বালাতে এসোনা,
ভালোবাসা ছাড়া অন্য কোন লোভে আমি কাতর কখন ও ছিলামনা,
কাজেই তোমার ওই বিঘে বিঘে জমির মালিকের স্থানে আমার নামটি বসানোর মতো লোভ আমাকে দেখিয়োনা,
তোমার দ্বিশল্যাকেই ওসব দাও,
আমার এখন তোমাকেও প্রয়োজন নেই, আর তোমার সম্পত্তি তো বহুদুর,
তোমাকে ভালোবেসে অন্তত এই বুঝেছি "পুরুষ এক নারীতে তৃপ্ত নয়।"

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.