নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব মনের অনাবিষ্কৃত কল্পজগৎ। অনাস্বাদিত। রহস্যময়ী। ভাষার তেলরঙে তা হোক প্রকাশিত।

শূন্যতার প্রাপ্তি

মানব মনের অনাবিষ্কৃত কল্পজগৎ। অনাস্বাদিত। রহস্যময়ী। ভাষার তেলরঙে তা হোক বাঙ্ময়। প্রকাশিত।

শূন্যতার প্রাপ্তি › বিস্তারিত পোস্টঃ

এথায় আমার থামতে হবে

২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:০৬


আঁকাবাঁকা মেঠো পথে হাঁটছি বহুদূর
কোথাও হতে আসছে ভেসে আজান সুমধুর।
কুয়াশার বুক চিঁড়ে এগিয়ে যতোই চলি
একের পর এক বাড়ছে শুধুই গলি।
ওই যে দুরে হর্ণ বাজছে, বাস চলেছে ঐ
হাঁটছি আর ভাবছি শুধু আমার ঠিকানা কই?

এথায় আমার থামতে হবে, এবার অপেক্ষা
পথের ধারে সারি সারি গাছের গুড়ি রাখা।
সেটাই আমার আসন হলো, বসে আমি তাতে
ঘড়ির পানে চেয়ে কাটে সময় অপেক্ষাতে।
কানের কাছে বেজেই চলছে বিরক্তিকর কথা
অন্য কেউ ছিলোনা আর, কেউ ছিলোনা সেথা।

ভাবছি বসে সেই রাতের ঘটে যাওয়ার সময়
কেমন করে গন্ডমূর্খরা করে ইনয় বিনয়
মুহুর্তে কেমন চরিত্র পাল্টায় পলক পড়ার মতো
যেমন খুশি তেমন বলে তাদের ইচ্ছেমতো
ওসব কথা মোটেও এখন গায়ে মাখি না,
সব কিছুর পরেও মনে শুধু তোমায় রাখি মা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.