![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানব মনের অনাবিষ্কৃত কল্পজগৎ। অনাস্বাদিত। রহস্যময়ী। ভাষার তেলরঙে তা হোক বাঙ্ময়। প্রকাশিত।
শরীর খানির মায়ায় পড়েছিলে
মনের মায়ায় নয়
মন দেখোনি, রুপ দেখেছো
সেটাই বড় ভয়।
প্রতিবিম্বে তাকিয়ে দেখো
রুপ ও তোমার নেই
কিসের প্রেমে ডুবিয়েছিলাম
এই আমাকেই?
অর্থ আর বিত্ত বলো
যা কিছুই আজ তোমার
সমস্তটাই নিজের হাতে
গড়া ছিলো আমার।
এসব এখন ভোগ করছো
নতুন সাথী নিয়ে,
আচ্ছা বলতো সেকি উত্তম
এই আমার চেয়ে?
রুপে গুনে শিক্ষকতার
বালাইও তো নেই,
আছে হয়তো পতিব্রতা
এও ছিলো আমাতেই।
লোভ তোমাকে গ্রাস করেছিলো
বাসনা একাধিক নারী
তোমার স্মৃতি তাই উপড়ে ফেলেছি
পুড়েছি বাসর শাড়ি।
সুখে দিন কাটাও এবার
ভালো থাকো তবু,
ভুলেও যেনো মনে না করো
প্রিয়া উপমা কভু।
©somewhere in net ltd.