![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানব মনের অনাবিষ্কৃত কল্পজগৎ। অনাস্বাদিত। রহস্যময়ী। ভাষার তেলরঙে তা হোক বাঙ্ময়। প্রকাশিত।
অস্তিত্বের নেশায় এপাশ ওপাশ
ঘোরের তল্লাটে বালিকা,
অবশেষে হায় ঘুচিল তবে
ফুটিলো চন্দ্র মালিকা।
জীবন সৌরভ বিমোহিত নয়
উচ্ছাসে উঠে ভাসি,
ক্ষনেই যেনো কাঁপে বুক
পরক্ষনেই হাসি।
নক্ষত্রের মতোই আধারের মাঝে
প্রজ্বলিত কিছু আলো
আমার চেয়েও বলো কে বেশী
বাসবে তোমায় এতো ভালো?
তুমি আধার নও, আবার ঘটা করে
আলোও জ্বালাও না,
এ কেমন অস্থিরতা বুকের মাঝে
কিছুতেই যে কমেনা।
তারার মেলায় খোলা আকাশ
নদীর বুকে তরী
ছইয়ের উপর ভালোবাসার
আবেগ ছড়াছড়ি।
©somewhere in net ltd.