![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানব মনের অনাবিষ্কৃত কল্পজগৎ। অনাস্বাদিত। রহস্যময়ী। ভাষার তেলরঙে তা হোক বাঙ্ময়। প্রকাশিত।
নয়নে নয়নে বসতি গড়ে
হৃদয়ের টানে হৃদয় পুড়ে
পাশাপাশি আর মাখামাখি যদি
এভাবেই চলে নিরবধি
তোর সাদাকালো চুলে
ঠোঁটে আর গালের তিলে
আমি বুঝেও বুঝিনা তোকে
হারাই আঁধার পথের বাঁকে
মাঝে মাঝে দমকা হাওয়া
থেমে থেমে ক্ষানিক পাওয়া
তোর কথাতেই জোয়ার আসে
মাতাল করে গভীর শ্বাসে
ভর তোর সেই হাত বালিশে
চিবুকে আর ঘাড় মালিশে
আলো আধারে উড়ে উড়ে
বুকে চেপে দুর থেকেও দুরে
যাবার বেলায়ও অধিকারে
পাশে বসার আসন কারে
ভাবছিস কি পাগল পারা?
আবেগী হয়ে দিক কুল হারা?
উফফ, পাগল, সে কিছু নয়,
পাহাড় নদী সাগর কি এক হয়?
শুধু একটু সুখের আশায়
যদি এ জীবন চলে যায়
যাক নাহয় ভয় কি তবে
এ মানুষটা শেষেও রবে।
©somewhere in net ltd.