![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানব মনের অনাবিষ্কৃত কল্পজগৎ। অনাস্বাদিত। রহস্যময়ী। ভাষার তেলরঙে তা হোক বাঙ্ময়। প্রকাশিত।
আমি তো নই, অন্যকেউ ভাসায় তোমায়
যেখানে অবিরত কাটে তোমার সময়,
আমি তো নই, অন্যকেউ নীরবে বাঁচে
বুক চিরে রক্ত নিয়ে সিঁথির সিঁদুর মাখে,
আমি তো নই, অন্যকেউ দোলায় হেমক
আমার কন্ঠে শুধু হুঙ্কার আর ধমক।
অন্যকেউ নয়, তুমিই ছিলো এই শয্যায়
ক্ষানিক পর তুমি হীনা শুন্য পরে রই,
অন্যকেউ নয়, তুমি ফিরে আসো মনে
এসে ডাকো ঘুমের ঘরে, নয় জাগরণে,
তুমি নয়, ভোরের পাখি জানান দিলো
পুব আকাশে রক্তিম আভা উঠলো বলে।
তোমার কার্যলক্ষ্যে তুমি তারে রেখেছো
বলবে কি গো আপন মাঝে কি সে দেখেছো?
সওদা করে গৃহ ভরে সজ্জিত কি তবে
কানুন মেনে এভাবে মুল রুক্ষই রবে?
সুপ্ত করে গুপ্ত ইচ্ছে থাকবেই যদি মনে
বিলিয়ে দিওনা, ছড়িয়ে দিওনা, রেখো সযতনে।
©somewhere in net ltd.