![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানব মনের অনাবিষ্কৃত কল্পজগৎ। অনাস্বাদিত। রহস্যময়ী। ভাষার তেলরঙে তা হোক বাঙ্ময়। প্রকাশিত।
বাবার কাছে মেয়েই হয় সবচেয়ে আদরের। কিন্তু আমি? আমি সেই বাবার মেয়ে যিনি মেয়ের দূর্ঘটনার কথা শুনেও অবিচল থেকে বলেন "সো হোয়াট?"
তার মানে এই নয় যে তিনি মেয়েকে ভালোবাসেন না। তার মানে এই যে তিনি তার মেয়েকে খুব ভালোবাসেন, কিন্তু প্রকাশ করেন না এবং মেয়েকে আরো বেশী কঠিন সংগ্রামী একজন নারী হিসেবে দেখতে চান।
অপ্রকাশিত ভালোবাসা গুলো খুব শক্তিশালী হয়।
বাবা ভাঙ্গবেন, তবুও মচকাবেন না।
আমার কাছেও এটাই ভালো লাগে।
বাবার জেদ বড় কঠিন।
আমিও বাবার মতো কঠিন হতে পারি।
বাবা অল্পতেই অন্যের মেয়ের বিয়ের বিদায় বেলা গোপনে চোখের পানি ফেলেন।
অন্যের কষ্ট দেখলে বাবার মতো আমারো কষ্ট হয়।
রাস্তাঘাটে বাবার সাথে আচমকা দেখা হয়ে গেলে অন্যদিকে তাকিয়ে চলে গেলেও লুকিয়ে তার মেয়ের তাকিয়ে থাকে।
আমিও চুপিচুপি বাবাকে দেখি।
কোনদিন বাবা আমার সামনে এসে অথবা আমি বাবার সামনে গিয়ে দাড়ালেও কষ্টে বুক ফেঁটে গেলেও দম্ভ কমবেনা।
দম্ভ টা যেনো রক্তে মিশে আছে। সেই রক্ত আমার শরীরেও বইছে।
বাবার জন্য আজকের এই আমি।
আমাদের বাবা মেয়ের কঠিন সংগ্রামের পাশাপাশি হৃদয়ে লুকোনো ভালোবাসাটাও দিন দিন গভীর হচ্ছে।
কিন্তু তা অপ্রকাশিতই রয়ে যাচ্ছে....
©somewhere in net ltd.