![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানব মনের অনাবিষ্কৃত কল্পজগৎ। অনাস্বাদিত। রহস্যময়ী। ভাষার তেলরঙে তা হোক বাঙ্ময়। প্রকাশিত।
বৃষ্টি হয়ে এসেছিলি তুই আমার দুয়ারে,
এসেই দোষ দিয়েছিলি বৃষ্টির,
যেনো তুই অবুঝ, আর সব দায় ওই টুপটাপ করে ঝরে পড়া বৃষ্টির,
কেনো?
আকাশের বুকে বৃষ্টি যদি ঠাঁই না পায় তবে তো মাটির বুকেই আশ্রয় নিবে,
এতে দোষের কি আছে?
চোখ রাঙিয়ে, গাল ফুলিয়ে লিখতে বসলাম,
একশত পাঁচ সেকেন্ডে জবাব দিয়েছিলাম তোকে,
তুই এক গাল হেসে উড়িয়ে দিলি ঠিকই,
কিন্তু মনের কোঠায় রেখেছিলি,
বলতে পারতি সে বেলায়,
তবে অন্তত এভাবে যাযাবর হয়ে ভালোবাসতে হতো না,
বুক ফুলিয়ে লোক দেখিয়ে, দীর্ঘশ্বাস এড়াতাম ভীষণ অবহেলায়,
সেই থেকেই তো চিরকুট চলছে,
চিঠি হতে পারতো,
কিন্তু জানিস তো?
আমাদের ভেতরের কথাগুলো ভেতরেই উম নিয়ে চুপটি করে বসে থাকে,
তাই হয়তো চিরকুট চিঠি হয়নি,
আর যখন হলো তখন দুজনার দুটি পথ দুদিকে মোড় নিয়েছে,
সে যাক গে,
আজকাল অনেক কিছুই বলিস,
সব নয় কেনো?
বলতে তো কোন ক্ষতি নেই,
ভয়াবহ মরণ ব্যাধিতে এ হৃদয় ভুগছে,
শুধু তুই ই পারিস সারাতে,
আমার মতো করে ধরে নে আরোগ্য লাভেই এ আহ্ববান, বুক ভরা আকুলতা,
মন বলে মিশে আছিস, চোখ বলে তুই বহুদুরে,
নাহয় এবার বুকে জড়িয়ে, শিরায় শিরায় ভালোবাসা মিশিয়ে, চাহনীর আকুলতায়................
নাহ্, স......ব চাইনা।
শুধু বুক পেতে দে, হৃদয় মন্দিরের কোথাও খোদাই করে যতনে নামটি লিখে নে, প্রতিচ্ছবি একেঁ রাখ,
নিঃশ্বাসে তনু ঘ্রাণ মাখিয়ে নে,
ঘুমের আবেশে ঘুরে আয় আমার ভুবন জুড়ে,
আকাশ হয়ে বৃষ্টি আর ঝরাসনে,
ঝর্ণা হয়ে বয়ে চল ভাঁজে ভাঁজে,
মাটি হয়ে শুষে নিয়ে শীতল হ।
©somewhere in net ltd.