নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব মনের অনাবিষ্কৃত কল্পজগৎ। অনাস্বাদিত। রহস্যময়ী। ভাষার তেলরঙে তা হোক প্রকাশিত।

শূন্যতার প্রাপ্তি

মানব মনের অনাবিষ্কৃত কল্পজগৎ। অনাস্বাদিত। রহস্যময়ী। ভাষার তেলরঙে তা হোক বাঙ্ময়। প্রকাশিত।

শূন্যতার প্রাপ্তি › বিস্তারিত পোস্টঃ

চুমু

২৮ শে মার্চ, ২০১৭ দুপুর ২:২৫


বেসামাল হয়ে খেয়েছিলি চুমু,
কমতি ছিলনা কোথাও,
দাগটাও বসিয়ে দিলি,
রেহাই পায়নি গালটাও।

ভালোবাসার আদান প্রদানে,
খেয়াল ছিলোনা মোটে,
এতো খেয়াল যায়না করা,
কথা সত্য বটে।

সবার চোখে পড়বেনা জানি,
অতোটা যায়না ধরা,
কেউ না জানুক, আমিতো জানি,
ব্যাথা টা খুব কড়া।

প্রতিবিম্ব দিলাম তোকে,
বললি লাগবে আর?
ভালোবাসার আদর মাখানো,
এমন অলঙ্কার।

তোর জ্বালাতেই জ্বলে পুড়ে
টিকাই এখন দায়,
পাগল তুই বলতো এবার
এমন করে চুমু খায়?

চাই তোকে ভীষণ করেই,
ভয়ও যে হয় খুব,
এমন করেই হারাই যদি,
অতলে দিয়ে ডুব?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.