নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব মনের অনাবিষ্কৃত কল্পজগৎ। অনাস্বাদিত। রহস্যময়ী। ভাষার তেলরঙে তা হোক প্রকাশিত।

শূন্যতার প্রাপ্তি

মানব মনের অনাবিষ্কৃত কল্পজগৎ। অনাস্বাদিত। রহস্যময়ী। ভাষার তেলরঙে তা হোক বাঙ্ময়। প্রকাশিত।

শূন্যতার প্রাপ্তি › বিস্তারিত পোস্টঃ

অস্থিরতায় কাটে দিন

২৯ শে মার্চ, ২০১৭ ভোর ৪:২৪



উচ্ছাস তোমার বক্ষ বেয়ে
গন্ড বেয়ে
নাসারন্ধ্র বেয়ে
অদৃশ্য বাতাসে মিলায়
বুকের দেয়াল ছুঁয়ে
ঘন কালো লোমে
বিন্দু বিন্দু ঘামে
তুমুল পাওয়ার নেশায়।

দীর্ঘশ্বাস বক্ষ জুড়ে
অশান্ত ঝড়ে
ঠিক বেঠিক ছেড়ে
স্তব্ধ এই বদ্ধঘরে অস্পষ্ট স্বরে
সব পেরিয়ে
যায় হারিয়ে
মোমের আলোয়
বিমূর্ত সময় নিয়ে বিবর্ণ আধাঁরে।

প্রার্থনাতে ক্লান্ত আমি
জীর্ণ আমি
অন্ধ দেয়াল জুড়ে
দুঃস্বপ্ন আছড়ে পড়ে।
হারিয়ে যায় অন্ধকারে
প্রতিধ্বনি করে চুপিসারে
স্বপ্নগুলো জড়িয়ে যায়
এ মায়াজালে আকড়ে ধরে।

পারবে ভাঙতে দেয়াল
ছাড়তে বাঁধন?
ধূলোমাখা জানালার
পার ঘেষে মিশে যেতে।
আর্তনাদ বিদগ্ধ মন জুড়ে
কুড়ে কুড়ে খায়
পুড়ে পুড়ে যায়
অস্থিরতায় কাটে দিন, ক্ষন, জীবন।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০১৭ বিকাল ৪:২২

হাতুড়ে লেখক বলেছেন: মাত্র ৫ মাসেই ১৫৬টি পোস্ট!!! কেমনে সম্ভব? :(

৩১ শে মার্চ, ২০১৭ ভোর ৪:৩৬

শূন্যতার প্রাপ্তি বলেছেন: আগে ফেসবুক আইডিতেই শুধু লিখতাম। রিপোর্ট খেয়ে আগের আইডিগুলো শেষ হওয়ায় অনেক লেখাই হারিয়ে ফেলছি। তাই ব্লগ খুলে যে কয়টা লেখা ছিলো সেগুলো সহ আপলোড করেছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.