![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ড.আকতার বানু আলপনা,সহযোগী অধ্যাপক, শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী
ছবিটা ফেসবুক থেকে নিয়েছি। বাংলা ভাষার এমন অসাধারণ প্রয়োগ আমি আগে কখনও দেখিনি। আমার মত আপনারাও যাঁরা দেখেননি, আজকের পোস্টটা তাঁদের জন্য।
১৮ ই জুন, ২০১৭ সকাল ১০:৪৪
আলপনা তালুকদার বলেছেন: তাই? তাহলেতো আমার পোস্ট দেয়া স্বার্থক! কি বলেন???
২| ১৮ ই জুন, ২০১৭ সকাল ১০:৪৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহাহাহ কি ভাষা রে দিদি
ইচ্ছে করেই করেছে মনে হয় হাহাহাহ
১৮ ই জুন, ২০১৭ সকাল ১০:৪৭
আলপনা তালুকদার বলেছেন: সেটা বলতে পারবনা। সে যাই হোক। তবে হাসুন, প্রাণ খুলে।
৩| ১৮ ই জুন, ২০১৭ সকাল ১০:৪৮
এডওয়ার্ড মায়া বলেছেন: লিখতে থাকুন।
শুভ কামনা
১৮ ই জুন, ২০১৭ সকাল ১০:৫০
আলপনা তালুকদার বলেছেন: ধন্যবাদ। আজকে আরেকটা পোস্ট দেব - "পুরুষ নির্যাতন"। পড়বেন সময় পেলে। ভাল থাকুন।
৪| ১৮ ই জুন, ২০১৭ সকাল ১০:৫৮
নাগরিক কবি বলেছেন: আপু হেতে মনে হয় ইতরামি করছে
১৮ ই জুন, ২০১৭ সকাল ১১:০০
আলপনা তালুকদার বলেছেন: হতে পারে। আবার নাও পারে। আমি শিওর না। তবে বক্তব্য ও ভাষা দুটোই অসাধারণ!!!
৫| ১৮ ই জুন, ২০১৭ দুপুর ১২:০২
হাসান রাজু বলেছেন: কেউ একজন ইচ্ছে করেই এভাবে লিখেছে ।
ইদানিং দেখবেন পরীক্ষার খাতার আদলে কেউ একজন উদ্ভট কায়দায় প্রশ্নের উত্তর দিয়ে সেটাতে আবার ১০ এ ৯ মার্ক দিয়ে ফেবুতে দিয়ে দিচ্ছে । কেউ কেউ এমনিতেই বর্তমান শিক্ষা ব্যাবস্থা নিয়ে বিরক্ত, আবার অনেকে মজা পেয়ে পোস্টটি শেয়ার করতে থাকেন ।
একবার দেখুন তার উপস্থাপনায় একটা ধারাবাহিকতা আছে । কিন্তু তার লেখায় বানানগুলো যত্ন সহকারে ভুল করে লেখা । এটা ইচ্ছাকৃত ।
১৮ ই জুন, ২০১৭ দুপুর ১২:০৮
আলপনা তালুকদার বলেছেন: হতে পারে। তবে আমার এক বন্ধু বৃষ্টির মধ্যে একটি স্কুলপড়ুয়া মেয়ের সাইকেল চালানোর ছবি পোস্ট দিয়েছিল। তাতে এরকম বানানের বেশকিছু অশালীন ও উদ্ভট মন্তব্য দেখেছিলাম। এ পোস্টটা পড়তে ভাল লেগেছিল, তাই পোস্ট দিয়েছি। ধন্যবাদ।
৬| ১৮ ই জুন, ২০১৭ দুপুর ১২:২৩
সাদা মনের মানুষ বলেছেন: কুদরত আলী, জিন্দাবাদ
১৮ ই জুন, ২০১৭ দুপুর ১২:৩৪
আলপনা তালুকদার বলেছেন: হা হা হা!!! ধন্যবাদ।
৭| ১৮ ই জুন, ২০১৭ দুপুর ১:১৩
তানুন ইসলাম বলেছেন: হা হা হা! অনেক দিন পর মন খুলে হাসলাম, এটা আঞ্চলিক ভাষা,
১৮ ই জুন, ২০১৭ দুপুর ১:২৩
আলপনা তালুকদার বলেছেন: জ্বি, হাসির পোস্ট বলেই দিয়য়েছি। আর আঞ্চলিক ভাষা তো বটেই, কিন্তু প্রমিত বাংলা উচ্চারণের সাথে তার পার্থক্য অবাক হবার মত!!! ধন্যবাদ।
৮| ১৮ ই জুন, ২০১৭ দুপুর ১:২৯
দিকভ্রান্ত এক পথিক বলেছেন: খাইছে আমারে! এই লোকতো দেখি হালাল ক্রীড়াবিজ্ঞানি!
১৮ ই জুন, ২০১৭ দুপুর ২:২৮
আলপনা তালুকদার বলেছেন: : ধার্মিক, জিহাদী, ক্রীড়াবিজ্ঞানী!!! হা হা হা!!!!!
ধন্যবাদ।
৯| ১৮ ই জুন, ২০১৭ দুপুর ২:৪১
রায়হানুল এফ রাজ বলেছেন: আহ! কি বিশ্লেষণ!! জাতি হতবাক!!!
১৮ ই জুন, ২০১৭ দুপুর ২:৫৯
আলপনা তালুকদার বলেছেন: জ্বি, হতবাক!!!! ধন্যবাদ।
১০| ১৮ ই জুন, ২০১৭ বিকাল ৫:৪১
এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: হা হা। কুদরত আলীর কুদরতি ভাষা!
১৮ ই জুন, ২০১৭ বিকাল ৫:৫৯
আলপনা তালুকদার বলেছেন: জ্বি, ঠিক তাই।
১১| ০৯ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৪৯
আবদুল মমিন বলেছেন: বাপরে বাপ আরুম্মা বাংলা অ্যাঁর বাপেও দেয়নাই দাদায় দেখচে কিনা কইতাম হাইত্তান্ন । তয়( টিকেট কেলা )থেকে শেখা ফিডাফিডি ইডাইডি যে জেহাদের কামে লাগে তাহা এই কুদরত আলির কুদরতে ধরা পড়িয়াছে ।
০৯ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৫৫
আলপনা তালুকদার বলেছেন: হা হা হা! ঠিক। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৮ ই জুন, ২০১৭ সকাল ১০:৪২
এডওয়ার্ড মায়া বলেছেন: ভাষা যেমন তেমন লুটে পুটে মজা নিয়েছি