নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য কথা বলতে গেলেই চলে আসে অনেক বাধা ও বিপত্তি। তার পরেও সত্যকে প্রচার করা আমার দায়িত্ব।

সুচিন্তিত মতবাদ

আমার বিবেক আমাকে যা শিক্ষা দেয় সেটাই প্রকাশ করার চেষ্টা করি

সুচিন্তিত মতবাদ › বিস্তারিত পোস্টঃ

আসুন কম খরচে পরিবেশ বান্ধব গাড়িতে চড়ি

০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:২২

ঢাকা শহরের বর্তমান অবস্থা এতই ভয়াবহ যে ঘর থেকে বের হলে কবে গন্তব্যে পৌঁছাব আর গন্তব্যে পৌঁছালেও কবে বাসায় ফিরব তার নিশ্চয়তা নাই। বেশ কয়েক বছর আগেও ভাবতাম কখন পৌঁছাব অফিসে, এখন ভাবি আজকে কি অফিসে যেতে পারব; না-কি আজও লাল কালির দাগ হাজিরা খাতার সৌন্ধর্য বাড়াবে;



বর্তমানে যানযট নিরাসনে সরকারের নানা মুখি উদ্যোগ কোন কাজেই আসছে না। মানুষ যেন দিন দিন ঢাকা শহরে পিপিলিকার সারির মতো পিল পিল করে ঢুকছে। আমরা যারা ঢাকায় স্থায়ী ভাবে বসবাস করছি তাদের নাভিশ্বাস ওঠার জোগাড় এ সকল নয়অ আগান্তুকদের কারনে। তারা যেন আমাদের তাড়িয়ে দিয়ে পুরা ঢাকা শহরটাকেই দখল করতে চায়!



ঢাকার রাস্তার যানযটের অন্যতম কারন অতিরিক্ত রিক্সা। যাদের গতি মন্থর, চালকেরা নিয়ম নীতির তোয়াক্কা করে না, নিজেদের লাইনে ড্রাইভ না করে গাড়ির লাইন দখল করে বসে থাকে। স্পোকের মধ্যে স্পোক ঢুকিয়ে ১০ মাইল দীর্ঘ যান যটের সৃষ্টি করে। এই মন্থর গতির যান একদিকে যেমন যানজটের অন্যতম কারন অন্যদিকে ভাড়াও সর্বোচ্চ।

এদের অত্যাচারের কাছে আমরা যেন জিম্মি! মহল্লার মধ্যে এক কিলোর থেকেও কম দুরত্বে ১০-১৫ টাকার নিচে ভাড়া যেতে রাজি হয় না। রিক্সা হচ্ছে পৃথিবীর সব থেকে ব্যয়বহুল যানের মধ্যে একটি। জাপানের সুপারসনিক ট্রেন এবং প্লেনের ভাড়াও রিক্সা ভাড়া থেকে কম।



ঢাকার রাস্তায় গ্যাস চালিত সিএনজি গাড়ি চললেও তারা আলিবাবা চল্লিশ চোরের থেকেও ভয়ঙ্কর। তাদের মিটার থাকলেও কন্ট্রাকে ছাড়া কোথাও যেতে রাজি হন না। পরিবেশ দুষনের হাত থেকে ঢাকা শহরকে মুক্ত করতে সরকার সকল ডিজেল চালিত গাড়িকে গ্যাসে রূপান্তর করার পরিকল্পনা করেছিলেন ঠিকই কিন্তু তখনও ভেবে দেখেন নাই যে বাংলাদেশে গ্যাসের মজুদ কতটুকু। ঢাকা শহরের বিভিন্ন এলাকার গৃহিণীরা রান্না করতে গ্যাস পাচ্ছেন না। টিম টিম করে জ্বলা আগুনে ভাত ফুটতে লাগে এক ঘন্টা। এমন জটিল পরিস্থিতিতে সরকার অসংখ্য পরিমান গ্যাস চালিত গাড়িকে পুনরায় তেলে চলার জন্য কোনই পদক্ষেপ নিতে পারে। কিন্তু আমাদের সরকারের ভাবটা এমন যেন পৃথিবীর সকল দেশকেই আমরা গ্যাস সাপ্লাই দিতে পারি আজীবন ধরে। কোন দিনই আমাদের গ্যাসের সংকট হবে না। একবার ভাবুনতো এই দেশ যখন গ্যাস শুন্য হয়ে পড়বে তখন ঢাকার আধুনিক এবং বিলাসি রমনীদের কি হবে? তারা কিভাবে রান্না করবেন; গুলশান, বনানীর এপার্টমেন্টে দেখা যাবে কাঠের চুলা, দেয়ালে থাকবে কালির দাগ আর গৃহিণীর মুখে থাকবে চুলার কালি! কাজের বুয়াকে দেখাবে পেত্নির মত!



এমনই সংকটময় মুহুর্তে দেশে এলো পরিবেশ বান্ধব যান, "অটোরিক্সা"। এই যানগুলো একদিকে যেমন শব্দ, ধোয়া এবং জ্বালানী বিহীন অন্যদিকে যাতায়াত খরচও অনেক কম। তিন কিলোমিটার রাস্তায় যেতে রিক্সাভাড়া যেখানে ৬০ টাকা সেখানে এই পরিবহনের ভাড়া মাত্র ১০ টাকা! রাত্রে ৫/৬ ঘন্টা ব্যাটারি চার্জ দিলেই ১২০ কি.মি পথ অনাসেই পাড়ি দিতে পারে ৪০-৫০ মাইল গতিতে। প্রতিদিন বিদ্যুত খরচ হয় মাত্র ২-৩ ইউনিট! এই সময়ের সবথেকে পরিবেশ বান্ধব যান "ব্যাটারি চালিত অটোরিক্সা"কে রেজিট্রেশন দিতে সরকারের যেন যতই আপত্তি। একবার তারা ভেবেও দেখেনা ব্যাটারি চালিত গাড়ি গ্যাসে চালিত গাড়ির থেকে কত মঙ্গলজনক; এছাড়াও বাজারে আসছে সৌর চালিত অটোরিক্সা। লোড শেডিংয়ের জামানায় সৌর চালিত গাড়ির কোন বিকল্প থাকবে না একথা কমলাপুর স্টেশনের পাগলটাও বুঝতে পারে শুধু আমাদের ক্ষমতাসীন সরকার ব্যতীত। যে কোন মূল্যেই ঢাকা শহরকে যানজন মুক্ত করতে সরকারের দৃঢ় পদক্ষেপ নেওয়া উচিত। এজন্য সরকার ব্যাটারী চালিত অটো রিক্সাকে রেজিট্রেশন এবং মেইন রোডে রিক্সা চলাচল বন্ধ করলে হয়তো ঢাকা শহরের যানজন ৮০% কমে যেতে পারে।



অথচ সরকারের এ ধরনের কোন পদক্ষেপই নেই। তারা পরিবেশ বান্ধব গাড়িকে অগ্রাধিকার না দিয়ে বরং তাদের ঢাকা থেকে বিতাড়িত করার তালে মত্তো। কারন একটাই, এই গাড়ি আমদানী করার সাথে সরকারের কোন মন্ত্রী মহোদয় হয়তো জড়িত নন। যদি জড়িত থাকতেন তাহলে গ্যাস চালিত সিএনজির মতো এসকল গাড়িই দ্রুত ঢাকার রাস্তায় শোভা পেত।



দ্বন্দ চলছে ঢাকা সিটি করর্পোরেশন এবং বিআরটিএর কর্মর্তাগণের মধ্যে। কারন দুজনেই রেজিস্ট্রেশন দিতে আগ্রহী কারন এখানে মালের গন্ধ আছে। কেউ এই সুযোগ হাতছাড়া করতে চান না। সিটি করর্পোরেশন বেশী মাত্রায় হাঁ করে আছে কারন তারা দীর্ঘ যুগ ধরে এই রেজিস্ট্রেশন বাবদ কিছু কামাতে পারেন না। একদিকে সরকার দলীয় আমলাগণ করছেন মাল কামানো টালবাহনা অন্যদিকে সুযোগ বুঝে এসকল গাড়ির ড্রাইভারের নিকট থেকে টু পাইস কামিয়ে নিচ্ছেন ট্রাফিক সার্জেন্টরূপি কাক তাড়ুয়া মার্কা ট্রাফিক পুলিশগন।



আমরা কি সেই ঢাকা শহর দেখতে পাব না, যেখানে থাকবে না কোন যানজন। এই প্রত্যাশাই সরকারের কাছে, যেন সঠিক পদক্ষেপের মাধ্যমে এই সকল পরিবেশ বান্ধব গাড়িগুলো স্বচ্ছন্দে রাস্তায় চলতে পারে।



মন্তব্য ১৫ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:২৫

ডঃ জেকিল বলেছেন: :|

২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:৩২

মন মানে না বলেছেন: আমি একদিন উঠেছিলাম ।
হেব্বি মজা পাইছি ।
এরপর থেকে এটাতেই উঠব ভেবেছি ।



০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১০:৫২

সুচিন্তিত মতবাদ বলেছেন: আমিও উঠেছি। জব্বর মজা!!

৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:৪১

রাজিব খান০০৭ বলেছেন: হয় মাত্র ২-৩ ইউনিট! আপনি বলছেন কি? যদি দেশে একলাখ গাড়ি হয় তাহলে কত ইউনিট বিদুত লাগবে খবর আছে? এমনিতেই তো বিদুত পাইনা তখন কি হবে?

০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:০৭

সুচিন্তিত মতবাদ বলেছেন: রাস্তায় দিনের বেলা লাইট জ্বলে থাকে এতে আমাদের খবর হয় না; প্রায় প্রতি ঘরে ঘরে এসি লাগানোর ধুম চলছে তাতেও আমাদের খবর হয় না;

ইচ্ছা করলে বিদ্যুতের উৎপাদন বাড়ানো সম্ভব কিন্তু গ্যাসের উৎপাদন প্রাকৃতিক ভাবে না বাড়লে আমদানী ছাড়া গতি নাই। তাই বিদ্যুতের উৎপাদন বাড়াতে হবে। তা- না হলে সরকারের চরম ব্যর্থতার পরিচয় দিবে। শুধু অন্যের সমালোচনা করে পাঁচ বছর পার করলেই হবে না। নিজেদেরকে উপযুক্ততার প্রমান করতে হবে।

৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:৪৭

ক্যামেরাম্যান বলেছেন: "ঢাকার রাস্তার যানযটের অন্যতম কারন অতিরিক্ত রিক্সা"- শুধূ রিক্সা না, সব ছোট বাহন (রিক্সা, স্কুটার, প্রাইভেট কার) ই এখন ঢাকা শহরে যানজটের কারণ। একটা বড় বাস এরকম অনেকগুলো ছোট বাহনের সমপরিমাণ যাত্রী বহন করতে পারে। আর তাই ছোট বাহসের সংখ্যা সীমিত করা উচিত। তবে ব্যাটারী বা সৌরবিদ্যুৎ চালিত বাহন পরিবেশ বান্ধব তাতে সন্দেহ নেই।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:১১

সুচিন্তিত মতবাদ বলেছেন: ব্যাটারী চালিত বাস হলে আরো ভাল হতো। তবে কিছু রুটে বাস চলে না, যেমনঃ গোড়ান > খিলগাঁও > ফকিরাপুল > দৈনিক বাংলা
বাসাবো > খিলগাঁও > ফকিরাপুল > দৈনিক বাংলা
সিপাহীবাগ > খিলগাঁও > ফকিরাপুল > দৈনিক বাংলা

চকবাজার > গুলিস্তান
মোহাম্মাদপুরের ভিতর থেকে মেইনরোড
ধানমন্ডির আবাসিক এলাকা
উত্তরখান-দক্ষিনখান

ইত্যাদি ইত্যাদি।

৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:৫৯

শয়তান বলেছেন:

যা দেখি তা কি সর্বোত সত্যি :#)

০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:১২

সুচিন্তিত মতবাদ বলেছেন: হয়তোবা।

৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:০১

কিপটে বলেছেন: আরো কম খরচের কিছু পাওয়া যায় না

০৮ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:১৩

সুচিন্তিত মতবাদ বলেছেন: পানি দ্বারা চালিত গাড়ি বাজারে এলে কম খরচে যেতে পারবে আমাদের নাতি পোতারা।

৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:১১

এরশাদ বাদশা বলেছেন: ডেসটিনি লইয়া হা-হুতাশ বন্ধ করনের লাইগ্যা যদি লিখতাম চাই, তাইলে সেটা কেমন করে লিখমু? আপনের সুচিন্তিত মতবাদের প্রেক্ষিতে আমার ব্লগে আপনের মন্তবট্যার প্রতিউত্তরে কইতাছি। ;)

বাই দ্যা রাস্তা- পোস্টটা আছিলো সাময়িক, তাই ওইডা ড্রাফটে চইলা গ্যাছে। হের লাইগ্যাই আপনের এখানে কমেন্টাইলাম। আশা করি মাইন্ডাবেন না।

২০ শে মার্চ, ২০১০ সকাল ১১:৩৪

সুচিন্তিত মতবাদ বলেছেন: শালা বাচ্চা রাম ছাগল!

৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৩:০৫

লালসালু বলেছেন: কিপটে বলেছেন: আরো কম খরচের কিছু পাওয়া যায় না

৯| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১১:১৪

কবিেহপী বলেছেন: পরিবেশ সংক্রান্ত যেকোন সংবাদ, ফিচার, আর্টিকেল, ফটো, ভিডিও সহ তথ্য পেতে যুক্ত থাকুন

http://www.bdenvironment.com/ সাথে।

বিজ্ঞাপন করার জন্য মনে কিছু নিবেন। ইহা একটি অলাভজনক পোর্টাল। ধন্যবাদ।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.