নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য কথা বলতে গেলেই চলে আসে অনেক বাধা ও বিপত্তি। তার পরেও সত্যকে প্রচার করা আমার দায়িত্ব।

সুচিন্তিত মতবাদ

আমার বিবেক আমাকে যা শিক্ষা দেয় সেটাই প্রকাশ করার চেষ্টা করি

সুচিন্তিত মতবাদ › বিস্তারিত পোস্টঃ

৩৫ বছর পর ফিরে পেলেন মানিব্যাগ

১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৬

রিচার্ড লেন তার চুরি হয়ে যাওয়া মানিব্যাগ দীর্ঘ ৩৫ বছর পর ফিরে পেয়েছেন। রিচার্ড লেন মনে করছেন চোর হয়তো তার মানিব্যাগ চুরি করার পর সেখানে রক্ষিত ১৫ ডলার নেয়ার পর তা ফেলে দেয়।



সবচেয়ে মজার ব্যাপার হলো দীর্ঘ ৩৫ বছর পেরিয়ে গেলেও মানিব্যাগে রাখা কোন ডকুমেন্টের হেরফের হয়নি। অক্ষত অবস্থায় তার হারিয়ে যাওয়া কাগজপত্রগুলো ফিরে পেয়েছেন রিচার্ড যদিও সেগুলো মেয়াদ অতিক্রম করেছে বহু আগেই।



ডকুমেন্টগুলোর মধ্যে রয়েছে তার ড্রাইভিং লাইসেন্স, জিম ও ইউনিয়নের সদস্যপদের কার্ড এবং একটি টিভি কেনার জন্য পেমেন্ট প্ল্যান। ক্যাম্বস এলাকায় একটি অবকাশ যাপন কেন্দ্রের লিফটের কাজ করার সময় ভবন নির্মাণকারী প্রতিষ্ঠানের শ্রমিকরা মানিব্যাগটি পান।



সেখান থেকে ১০০ মাইল দূরে ওয়ারচেস্টারশায়ারের একটি এলাকায় রিচার্ডের বসবাস। হারানো মানিব্যাগটির মালিকের সন্ধান করতে করতে অবশেষে রিচার্ডের হাতে সেটি পৌঁছায়।



===================



আমরা এমন এক নিকৃষ্ট জাতী যে, পথে পড়ে থাকা মোবাইল বা মানিব্যাগ পেলে নিজের মনে করে তুলে নিয়ে যাই। একবারও ভাবিনা যে হারানো জিনিসটা প্রকৃত মালিককে ফেরত দেই। গত বছরের শেষের দিকে আমার পকেট থেকে একটা মানিব্যাগ রিক্সার ঝাকি লাগতে লাগতে পিছনের পকেট থেকে পড়ে যায়। ওটার মধ্যে আমার ভিজিটিং কার্ড, টাকা, একটা সিম এবং একটা জমির দলিল তোলা রিসিট ছিল। এখনো পর্যন্ত আমি দলিলটি তুলতে পারি নাই কারন দলিল দাতা নিরুদ্দেশ। মানিব্যাগটা এক লোক পেয়ে সে সিমটা ব্যবহার শুরু করে দিল। হঠাৎ একদিন আমি ফোন দিলাম এবং তাকে পেলাম, সে স্বীকার করল যে একটা মানিব্যাগ সে পেয়েছিল। এর পরে কোন বিপদে পড়ে ভেবে ওটা আর ফেরত দেয় নাই। সীমটা ফেরত চাইলাম, সে ভয় পেয়ে মোবাইল অফ করে দিল। এই হল আমাদের নজর!! আমরা উপরে উঠব কিভাবে? আর দেখুন ৩৫ বছর পর হারানো মানিব্যাগ খুঁজে পায় !!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:১০

বাংলাদেশী দালাল বলেছেন: সব জাতীতেই সব ধরনের মানুষ আছে।

এয়ারপোর্টে সমান্য ক্লিনারের কটি টাকার সোনা পাওয়া
সৌদি আরবে শ্রমিকের সততা

সবই মনে রাখতে হবে ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.