নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য কথা বলতে গেলেই চলে আসে অনেক বাধা ও বিপত্তি। তার পরেও সত্যকে প্রচার করা আমার দায়িত্ব।

সুচিন্তিত মতবাদ

আমার বিবেক আমাকে যা শিক্ষা দেয় সেটাই প্রকাশ করার চেষ্টা করি

সুচিন্তিত মতবাদ › বিস্তারিত পোস্টঃ

১৭ মাস বয়সের শিশুকে ধর্ষণের পর হত্যা

০৭ ই জুন, ২০১৩ রাত ৯:১১

বিশ্ব রেকর্ডটা বাংলাদেশের ঝুড়িতেই বুঝি গেল।

=====================



বগুড়া: বগুড়ায় ১৭ মাস বয়সী এক শিশুকন্যাকে রশ্মিকে ধর্ষণের পর নৃশংসভাবে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গত মঙ্গলবার সকালে শহরের বড়গোলা ভাণ্ডারী লেনে বাড়ির সামনে খেলার সময় শিশুটিকে তুলে নিয়ে যাওয়া হয়।



বৃহস্পতিবার বিকালে পাশের ছয়তলা ভবনের দোতলায় আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির (আলীকো) বাথরুমের ফলস ছাদ থেকে তার পচন ধরা লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ ওই অফিসের পিয়ন রকিকে গ্রেফতার করেছে। সে ফুলবাড়ী মধ্যপাড়ার বাবলুর ছেলে। শিশুর স্বজন ও প্রতিবেশীরা অভিযোগ করেছেন, এক কোটিপতির কাছে টিনশেড বাড়িটি বিক্রি করতে রাজি না হওয়ায় তার নির্দেশে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।



নিষ্পাপ এ শিশুকে হত্যার ঘটনায় জনগণের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সহকারী পুলিশ সুপার (সদর) গাজীউর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পিয়ন রকি ওই শিশুকে অফিসে নিয়ে ধর্ষণের পর পেটে ছুরিকাঘাতে হত্যা ও লাশ গুমের কথা স্বীকার করেছে



। আশপাশের লোকজনকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিকালে এ খবর পাঠানোর সময় এলাকাবাসী এবং বিভিন্ন এলাকা থেকে আসা বিপুলসংখ্যক নারী-পুরুষ নিহতের বাড়িতে ভিড় করছিলেন। স্বজনদের আহাজারিতে তারাও কেঁদে ফেলেন। জানা গেছে, ওই এলাকার বাকপ্রতিবন্ধী ধুনকার বিহারি (অবাঙালি) গোলাম রব্বানীর একমাত্র শিশুকন্যা রশ্মি গত মঙ্গলবার সকাল ১১টার দিকে বাড়ির সামনে খেলছিল।



সেখান থেকে শিশুটি নিখোঁজ হয়। এ ব্যাপারে সদর থানায় জিডি ও মাইকিং করা হয়। বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে পাশের জনৈক জাহিদুল ইসলাম বিটুর মালিকানাধীন ছয়তলা ভবনের দোতলায় আলীকো অফিসের বাথরুমের ফলস ছাদে শিশুটির ভুঁড়ি বের হওয়া পচন ধরা লাশ পাওয়া যায়।

=================

আপনার বলুন এর কি বিচার হওয়া উচিত?

মন্তব্য ১৫ টি রেটিং +০/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুন, ২০১৩ রাত ৯:১৯

আরজু পনি বলেছেন:

এরে কাইট্টা টুকরা টুকরা কইরা কুত্তা দিয়া খা্ওয়ানো উচিত ........ X( X((

২| ০৭ ই জুন, ২০১৩ রাত ৯:২০

নৈঋত বলেছেন: মানবাধিকারের মায়রে বাপ.।. হারামজাদাকে প্রকাশ্যে মুন্ডুপাত করা হোক। বিয়ে করলে এই কুত্তারই ১৭ মাসের একটা মেয়ে থাকতে পারতো । গালি ইউজ করার জন্যে দুঃখিত

৩| ০৭ ই জুন, ২০১৩ রাত ৯:২০

প্রত্যাবর্তন@ বলেছেন: আরজুপনি বলেছেন:

এরে কাইট্টা টুকরা টুকরা কইরা কুত্তা দিয়া খা্ওয়ানো উচিত ........ X( X((

৪| ০৭ ই জুন, ২০১৩ রাত ৯:২১

কায়েস বলেছেন: হচ্ছেটা কী এসব ! :|

৫| ০৭ ই জুন, ২০১৩ রাত ৯:২৩

যোগী বলেছেন:
এই সব পশুদের উপর নিউজ দেখতে দেখতে টায়ার্ড হয়ে পড়েছি। যে সব এলাকায় এই সব পশুগুলা বাস করে সেই সব এলাকার মানুষেরা কি বাল ছিঁড়ে?
ঐ সব কুকুরের জাতদের জ্যান্ত কবর দেয় না কেন?
এই পর থেকে নিউজ দেখতে চাই কোন পশুকে জ্যান্ত কবর দেয়া হয়েছে তার পরের ঘটনার। তার আগের নয়।

৬| ০৭ ই জুন, ২০১৩ রাত ৯:২৫

সেলিম আনোয়ার বলেছেন:


আরজুপনি বলেছেন:

এরে কাইট্টা টুকরা টুকরা কইরা কুত্তা দিয়া খা্ওয়ানো উচিত ........

৭| ০৭ ই জুন, ২০১৩ রাত ৯:২৭

আয়রন ম্যান বলেছেন: আমার মতো- ধর্ষণকারী ওই কুলাঙ্কারকে আর মানুষ হিসাবে পরিগণিত করা যায় না, সে একটা অমানুষ, হিংস্র সারমেয় তে পরিণত হয়েছে। তাকে বাঁচিয়ে রাখা মানে আমাদের এই সমাজ এবং মানুষত্বের প্রতি অবজ্ঞা করা। এদেরকে এমন সাজা দেওয়া উচিত যাতে ভবিষ্যতে আর কোন কুলাঙ্গার এই ঘটনার পুনরাবৃত্তি করার সাহস না পায়।

৮| ০৭ ই জুন, ২০১৩ রাত ৯:৩৬

রোহান মাকসুদ বলেছেন:


আরজুপনি বলেছেন:

এরে কাইট্টা টুকরা টুকরা কইরা কুত্তা দিয়া খা্ওয়ানো উচিত ।

৯| ০৭ ই জুন, ২০১৩ রাত ৯:৩৭

দুরন্ত-পথিক বলেছেন: এমন শাস্তি দিতে হবে যে আর কোন নরপিশাচ যেন এইরকম কাজ করতে সমর্থ না হ্য।এই জন্য সরকার কে কঠিন পদক্ষেপ নিতে হবে,তা না হলে সম্ভব না।কারণ যে দেশে আইন যত কড়া সেই দেশ তত সভ্য।

১০| ০৭ ই জুন, ২০১৩ রাত ৯:৩৮

সুচিন্তিত মতবাদ বলেছেন: ধর্ষককে জীবিত দাফন করা হলো নিহত ধর্ষিতার পাশে
====================================
লা পাজ: ধর্ষণের পর এক নারীকে হত্যার অভিযোগে ধর্ষককে ওই নারীর কফিনের পাশেই জীবিত দাফন করার ঘটনা ঘটেছে।

বলিভিয়ার দক্ষিণাঞ্চলীয় উঁচুভূমি এলাকায় ওই সন্দেহভাজন ধর্ষককে জীবিত দাফন করে বিক্ষুব্ধ গ্রামবাসী।

স্থানীয় কলকেচাকা এলাকায় ৩৫ বছর বয়সী এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় সম্ভাব্য ঘাতক হিসেবে পুলিশ ১৭ বছর বয়সী ওই কিশোরকে সনাক্ত করে।

চিফ প্রসিকিউটর জানান, প্রায় দুই শতাধিক ক্ষুব্ধ গ্রামবাসী সান্তোস রামোসকে আটক করে এবং নিহত ওই ধর্ষিতার পাশে তাকে পুঁতে ফেলে। এ সময় পুলিশের প্রবেশ ঠেকাতে সড়কে প্রতিবন্ধকতা তৈরি করে তারা।

স্থানীয় একটি রেডিও স্টেশনের প্রতিবেদক জনরোষের ভয়ে নাম প্রকাশ না করার শর্তে বলেন, ওই নারীর শেষকৃত্য চলাকালে রামোসকে বেঁধে রাখা হয়। একপর্যায়ে শোকাহত গ্রামবাসী ধর্ষিতার কফিনের পাশে তাকে মাটিচাপা দেয়।

শহরটি বলিভিয়ার রাজধানী লা পাজ থেকে অন্তত ৩৩৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। এখানে প্রায় পাঁচ হাজার লোকের বসবাস। মূলত দেশটির দারিদ্র্যপ্রবণ এলাকায় পিটিয়ে মারার মতো ঘটনা ঘটে যেখানের আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি নেই বললেই চলে।

১১| ০৭ ই জুন, ২০১৩ রাত ৯:৪৯

নিয়ামুল ইসলাম বলেছেন: এইটা দেয়া যেতে পারে

১২| ০৭ ই জুন, ২০১৩ রাত ৯:৫৪

মো: আতিকুর রহমান বলেছেন: আরজুপনি বলেছেন:

এরে কাইট্টা টুকরা টুকরা কইরা কুত্তা দিয়া খা্ওয়ানো উচিত ........ X( X((

১৩| ০৭ ই জুন, ২০১৩ রাত ১০:০৪

কান্টি টুটুল বলেছেন:

আজকে ১৭ মাস বয়েসি শিশুকন্যাকে ধর্ষণ করা হয়েছে এরপর আরেক জানোয়ার ১৫ মাস বয়েসি আরেক শিশুকন্যাকে ধর্ষণ করবে কিন্তু একের পর এক এজাতীয় ঘটনার মূল কারণ কোথায় সেটি আমরা তলিয়ে দেখি না।

ধর্ষণের সঠিক বিচার দ্রুততম সময়ে নাহলে এসব চলতেই থাকবে।

১৪| ০৭ ই জুন, ২০১৩ রাত ১১:২০

বাংলাদেশী দালাল বলেছেন:
ধর্ষনের বিচার আইনের কাছে ছারার দিন শেষ। পাওয়া মাত্র জানোয়ার গুলারে হত্যা করা উচিত। পুলিশেরা ভালো মানুষ রে জনতার হাতে ছাইরা দেয় আর পশু টারে আরামের সহিত নিতেছে। X(

১৫| ০৮ ই জুন, ২০১৩ সকাল ৮:২৩

সুচিন্তিত মতবাদ বলেছেন: এর শাস্তি অবশ্যই প্রকাশ্যে মৃত্যুদন্ড দেওয়া উচিত। তার অপরাধ তিনটি।
১) বাচ্চা চুরি
২) দুধের বাচ্চাকে ধর্ষন
৩) হত্যা ও লাশ গুম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.