নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য কথা বলতে গেলেই চলে আসে অনেক বাধা ও বিপত্তি। তার পরেও সত্যকে প্রচার করা আমার দায়িত্ব।

সুচিন্তিত মতবাদ

আমার বিবেক আমাকে যা শিক্ষা দেয় সেটাই প্রকাশ করার চেষ্টা করি

সুচিন্তিত মতবাদ › বিস্তারিত পোস্টঃ

১০ টি অদ্ভুদ জানা-অজানা তথ্য।

১০ ই জুন, ২০১৩ রাত ৮:৫৬

• যতই চেষ্টা করুন না কেন, আপনি কখনোই মনে করতে পারবেন না আপনার স্বপ্ন

কীভাবে শুরু হয়েছিল।



• সমাজবিজ্ঞান অনুযায়ী পতিতাবৃত্তিও এক ধরনের সমাজসেবা।



• ১৯২০ এ একটি কুকুর প্রায় নয় বছর ধরে তার মালিকের কবরের

কাছে বসে অপেক্ষা করেছিল নিজে মারা যাওয়ার আগ পর্যন্ত। এটাই হল প্রভুভক্তি।



• Shitsenders নামে একটি সাইট আছে যাতে আপনি অর্ডার দিলে আপনার

শত্রুর বাড়িতে বেনামে গরু, ঘোড়া, হাতি অথবা গরিলার মল পাঠাবে।

এরচেয়ে ভালো প্রতিশোধ আর কি হতে পারে।



• ডিজনির Princess and the frog সিনেমাটি বের হওয়ার পর প্রায়

পঞ্চাশজন ছেলেমেয়ে হাসপাতালে ভর্তি হয় কারন তারা

ব্যাঙের মুখে Kiss করার ফলে এর জীবানুর দ্বারা সংক্রামিত হয়েছিল।



• আমেরিকার নেব্রাসকায় একটি গ্রাম আছে যার অধিবাসী মাত্র এক জন।

সে নিজেকে ওই গ্রামের মেয়র মানে আর নিজেকে নিজে ট্যাক্স দেয়।



• ফ্রান্সে মৃত কাউকেও বিয়ে করা যায়।



• হিটলার আর স্ট্যালিন, তারা দুজনে মোট চার কোটি মানুষহত্যার জন্য দায়ী,

দুজনেই একদা নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল।



• বেবুনরা কুকুর কিডন্যাপ করে তাদের পোষাপ্রানী হিসেবে পোষে।



• এক লোক তার্পেন্টাইন, ঈঁদুর মারার ওষুধ খায় আর -14 (মাইনাস ১৪)

ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কয়েক ঘন্টা পড়ে থাকে আর

একটা ট্যাক্সির সাথে ধাক্কা খায়। আর এতকিছুর পড়ও সে বেঁচে যায়

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই জুন, ২০১৩ রাত ৮:৫৯

খেয়া ঘাট বলেছেন: দারুন সংগ্রহ.

২| ১০ ই জুন, ২০১৩ রাত ৯:২৫

তুষার আহাসান বলেছেন: প্রিয় তে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.