নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য কথা বলতে গেলেই চলে আসে অনেক বাধা ও বিপত্তি। তার পরেও সত্যকে প্রচার করা আমার দায়িত্ব।

সুচিন্তিত মতবাদ

আমার বিবেক আমাকে যা শিক্ষা দেয় সেটাই প্রকাশ করার চেষ্টা করি

সুচিন্তিত মতবাদ › বিস্তারিত পোস্টঃ

১০ টি ডিমের দাম ২৫ মিলিয়ন ডলার !!

১৩ ই জুন, ২০১৩ সকাল ৮:৪৭

ক্রিকেট খেলার

সুবাদে জিম্বাবুয়ে দেশটির নাম

কমবেশি আমরা সবাই জানি।

আজ এই দেশটির মুদ্রার

কথা বলব।

জিম্বাবুয়ের মুদ্রার নামও

ডলার। কিন্তু

সেটা যে কি ঢংয়ের ডলার,

এখনি বুঝতে পারবেন।

২০০৭ সালে জিম্বাবুয়ের

মুদ্রাস্ফীতি চরমে উঠে যায়।

ফলে,



২২ শে ডিসেম্বর ২০০৭-

5,00,000 ডলারের একটি নতুন

নোট বাজারে ছাড়া হল !!!



তারপর কিছুদিন পর

এলো 7,50,000 ডলারের

নোট !!!



জানুয়ারী ২০০৮-

বাজারে এলো নতুন নোট, ১০

মিলিয়ন ডলার !!!



এরপর ৫০ মিলিয়ন ডলারের

নোট চালু করা হল !!!



তাতেও পোষাচ্ছে না, এবার

এল ২৫০ মিলিয়ন ডলারের

নোট !!!



মে ২০০৮ এ ৫০০ মিলিয়ন

ডলারের নোট বাইর হইল !!!

জুন ২০০৮, ২৫ এবং ৫০

বিলিয়ন ডলারের নোট বাহির

হইল !!!



শালার মূল্যস্ফীতি এমন বাড়াই

বাড়ল যে, সারা বিশ্ব

দেখলো পৃথিবীর সবচেয়ে বড়

নোটটি.....

১০০ বিলিয়ন ডলারের নোট !!!



আচ্ছা ভাবুন তো, এই ১০০

বিলিয়ন ডলার

দিয়ে আপনি কি কি কিনতে

পারবেন ?



মাত্র ৩ টি মুরগির ডিম

কিনতে পারেন !!!



১ ইউএস ডলার = ২৫ মিলিয়ন

জিম্বাবুইয়ান ডলার !!!



সেখান কার টাকার মান এতই

নিচে, যে পাবলিট টয়লেট

পেপারগুলোতে লেখা থাকে-

দয়া করে কেউ টয়লেটে ডলার

ব্যবহার করবেননা, টয়লেট

টিস্যু ব্যবহার করুন !!!



# কিছু বুঝেছেন??

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুন, ২০১৩ সকাল ৮:৫০

তোমোদাচি বলেছেন: দয়া করে কেউ টয়লেটে ডলার
ব্যবহার করবেননা, টয়লেট
টিস্যু ব্যবহার করুন !!! =p~

২| ১৩ ই জুন, ২০১৩ সকাল ৮:৫৮

এম আর ইকবাল বলেছেন:
১ ইউএস ডলার = ২৫ মিলিয়ন
জিম্বাবুইয়ান ডলার !!!

৩| ১৩ ই জুন, ২০১৩ সকাল ৯:০১

আদরসারািদন বলেছেন: চমৎকার খবর, সকালেরর মেঝাজটা এক্কেরে ফুরফুরে হইয়া গেল :D

৪| ১৩ ই জুন, ২০১৩ সকাল ৯:০৪

ঢাকাবাসী বলেছেন: ভাল লাগল খবরটা।

৫| ১৩ ই জুন, ২০১৩ সকাল ৯:০৪

সেমিবস বলেছেন: জানতাম

৬| ১৩ ই জুন, ২০১৩ সকাল ৯:০৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: ১০০বিলিয়ন ডলার দিয়ে মাত্র ৩ টি মুরগির ডিম :-B :-B :-B

৭| ১৩ ই জুন, ২০১৩ সকাল ৯:২৯

টানিম বলেছেন: জানতাম

৮| ১৩ ই জুন, ২০১৩ সকাল ৯:২৯

মমবাতি বলেছেন: Click This Link

বাপার টা ঠিক না।

৯| ১৩ ই জুন, ২০১৩ সকাল ৯:৪৫

খেয়া ঘাট বলেছেন: এই রকম একটা পোস্ট ব্লগে একেবারে ছবিসহ পড়েছিলাম , অনেক আগে।

বিশ্বাস করতে কষ্ট হয়।

১০| ১৩ ই জুন, ২০১৩ সকাল ১০:২২

দৈববানী বলেছেন: Today's Rate:

1.00 USD = 361.900 ZWD
US Dollar ↔ Zimbabwean Dollar
1 USD = 361.900 ZWD 1 ZWD = 0.00276319 USD

So, I think its fack.

১১| ১৩ ই জুন, ২০১৩ সকাল ১০:২৩

লিঙ্কনহুসাইন বলেছেন: ৭-৮ বছর আগে ১০০ বিলিয়ন ডলারে ছিল তিন ডিম , কিন্তু এখন বোধহয় জিম্বাবুয়ান ২৫ ডলারে ১ ইউএস ডলার যেটা বাংলাদেশের টাকার চাইতেও মান বেশি

১২| ১৩ ই জুন, ২০১৩ সকাল ১১:০১

জহীরুল ইসলাম বলেছেন: ববানী বলেছেন: Today's Rate:

1.00 USD = 361.900 ZWD
US Dollar ↔ Zimbabwean Dollar
1 USD = 361.900 ZWD 1 ZWD = 0.00276319 USD

So, I think its fack.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.