নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্য কথা বলতে গেলেই চলে আসে অনেক বাধা ও বিপত্তি। তার পরেও সত্যকে প্রচার করা আমার দায়িত্ব।

সুচিন্তিত মতবাদ

আমার বিবেক আমাকে যা শিক্ষা দেয় সেটাই প্রকাশ করার চেষ্টা করি

সুচিন্তিত মতবাদ › বিস্তারিত পোস্টঃ

তালুকদার আব্দুল খালেককে এবার তুলনা করা হল হযরত ওমর (রাঃ) এর সাথে!!

১৫ ই জুন, ২০১৩ সকাল ৯:২৩

খুলনা সিটি করপোরেশনের মহাজোট সমর্থিত মেয়র প্রার্থী তালুকদার আবদুল খালেককে হযরত উমর (রা.) সাথে তুলনা করে পরীক্ষায় প্রশ্নপত্র তৈরির অভিযোগ উঠেছে, খুলনা পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর প্রাক-নির্বাচনীপরীক্ষায় ইসলাম ধর্ম শিক্ষা বিষয়ের প্রশ্নে এই তুলনা করা হয়।



পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর প্রাক-নির্বাচনীপরীক্ষা চলছে। বৃহস্পতিবার দশম শ্রেণীর ছাত্রীদের ইসলাম ধর্ম শিক্ষা (সৃজনশীল) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার প্রশ্নপত্রের ৯ নম্বর প্রশ্নটি এরকম,



‘খুলনা পৌরসভার নির্বাচিত মেয়র তালুকদার আ. খালেক সাহেবের কাছে তার বড় ছেলে আ. হালিমের ব্যাপারে গুরুতর অভিযোগ আসায় তিনি তদন্ত করে যথাযথ শাস্তি প্রদান করেন। এ অবস্থায় এলাকার জনগণের মাঝে তার সুনাম ছড়িয়ে পড়ে। সমাজ থেকে অপরাধ প্রবণতা হ্রাস পায় এবং স্বস্তি ফিরে আসে।’

ক) জামিউল কুরআন কাকে বলে?

খ) হযরত আবু বকরকে (রা.) ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন?

গ) মেয়র আ. খালেক সাহেবের মাঝে হযরত উমর (রা.) এর কোন গুণটি ফুটে উঠেছে? ব্যাখ্যাকর।

ঘ) আদর্শ মেয়র হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে আ. খালেক সাহেবকে হযরত উমর (রা.) এর আরও কোন গুণকে অনুসরণ করতে হবে? আলোচনা কর।



পরীক্ষায় এমন প্রশ্নের বিষয় জানতে পেরে শুক্রবার অভিভাবকরা ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন। তবে, মেয়েদের নিরাপত্তার কারণে অভিভাবকরা তাদের পরিচয় প্রকাশ করতে অস্বীকার করেন। অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রশ্নে কোমলমতি ছাত্রীদের ভুল তথ্য দেয়া হয়েছে। প্রশ্নে খুলনা সিটি করপোরেশনকে পৌরসভা লেখা হয়েছে এবং তালুকদার খালেক নিঃসন্তান হলেও তার ছেলে কল্পনা করে তাকে মহান মানুষ হিসেবে চিত্রিত করা হয়েছে। তাদের সবচেয়ে বড় ক্ষোভ হচ্ছে, একজন সাধারণ মানুষকে হযরত উমরের (রা.) মতো রাসুল (সা.) একজন সাহাবীর সাথে তুলনা করার ধৃষ্টতা দেখানো হয়েছে। শুক্রবার নগরীতে এ প্রশ্নপত্রের অনেককে ফটোকপি করে নিয়ে পড়ে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া প্রকাশ করতেও দেখা যায়।

মন্তব্য ১৩ টি রেটিং +০/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুন, ২০১৩ সকাল ১০:০৯

এস দেওয়ান বলেছেন: ওমরের সাথে তুলনা করাতে কি হয়েছে ? ওমর একজন আরবি ছিলেন কোনো ফেরেশ্তা ছিলেন না । আরবিদের জন্য বেশি দরদ লাগলে তাদের দেশে চলে যান ।

২| ১৫ ই জুন, ২০১৩ সকাল ১০:১৭

চারশবিশ বলেছেন: @এস দেওয়ান

আপনার জানার জন্য বলছি
ফেরেস্তার চেয়েও মানুষের মর্যাদা অনেক বেশি

১৫ ই জুন, ২০১৩ সকাল ১১:৫৪

সুচিন্তিত মতবাদ বলেছেন: নির্বোধকে জবাব না দেওয়াই উত্তম মনে করি। ওমর (রাঃ) কে ছিলেন দেওয়ান সাহেব জানবেন কি করে?

৩| ১৫ ই জুন, ২০১৩ সকাল ১০:৩৯

মাহতাব সমুদ্র বলেছেন: সমস্যা কি মাইনষের পাচার মধ্যে আঙ্গুল না ঢুকাইলে কি ভাত হজম হয় ন্না??

৪| ১৫ ই জুন, ২০১৩ সকাল ১০:৪১

মুক্তকণ্ঠ বলেছেন: এখানে সমস্যার কী দেখলেন? সবকিছুতে না প্যাচাইলে হয় না?

৫| ১৫ ই জুন, ২০১৩ সকাল ১০:৫০

িলপু_িসলেট বলেছেন: কোথায় আগরতলা আর কোথায় চকিরতলা =p~ =p~ =p~

৬| ১৫ ই জুন, ২০১৩ সকাল ১০:৫১

মাহিরাহি বলেছেন: @এস দেওয়ান

ওমর (রা:) ২য় খলিফা ছিলেন।

পৃথিবীর সবচাইতে সফল এবং সত শাসকদের জন্য।

তাই ওমর (রা:) সাথে খালেকের তুলনাটা চামচামি ছাড়া আর কিছুই মনে হয়না।

৭| ১৫ ই জুন, ২০১৩ সকাল ১০:৫২

জাহি বলেছেন: সব বাল আর সুশীল দেখি এখানে লেদাইতে আসছে :-P

৮| ১৫ ই জুন, ২০১৩ সকাল ১১:০৫

হোসেন মনসুর বলেছেন: ধর্মালোচনার সময় রাসুল এবং সাহাবীদের অনুসরণ করতে বলা হয়। কাউকে অনুসরণ করা মানে তার মত হওয়ার চেষ্টা করা। আর কেউ যদি চেষ্টার দ্বারা তাদের কোন গুণ অর্জন করে তবে তার সেই গুণের জন্য তাকে তার তুলনা করা যেতেই পারে। এতে বরং সমাজের অন্যরাও তাদের অনুসরণ করার উত্সাহ পাবে এবং চেষ্টা করবে।

৯| ১৫ ই জুন, ২০১৩ সকাল ১১:০৮

এবার তোরা মানুষ হ বলেছেন: এস দেওয়ান বলেছেন: ওমরের সাথে তুলনা করাতে কি হয়েছে ? ওমর একজন আরবি ছিলেন কোনো ফেরেশ্তা ছিলেন না । আরবিদের জন্য বেশি দরদ লাগলে তাদের দেশে চলে যান ।

১০| ১৫ ই জুন, ২০১৩ সকাল ১১:৪১

ম্যানিলা নিশি বলেছেন:

পরীক্ষার প্রশ্নপত্রে তালুকদার আ. খালেক স্থান পায় কিভাবে !!
শুরু হইছে বঙ্গবন্ধু দিয়া,এরপর হয়ত বাবু সুরঞ্জিতের নামও আসবে,সব বেকুবের দল।

১১| ১৫ ই জুন, ২০১৩ বিকাল ৩:৫৪

বৈরাম খাঁ বলেছেন: তাদের এখন কোন সমস্যা নাই জাহিদ হাসান যখন মুজিব নাম নিয়া চোরের ভুমিকায় অভিনয় করে তখনই তাদের চেতনা জেগে ওঠে X(

১২| ১৫ ই জুন, ২০১৩ বিকাল ৪:১৭

শ্রাবণধারা বলেছেন: এই খালেইক্যাটা কেটা? যার সাথে তুলনার কথা বলা হয়েছে, ওর বাপ দাদা চৌদ্দ গোষ্ঠীরও তো মনে হয় তার মল মূত্রের সাথেও তুলনীয় হবার যোগ্যতা নেই...।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.